এ সময় সর্দিজ্বর হলে করণীয়

0

শীতের এই সময়ে ঠাণ্ডার সমস্যায় ভুগছেন অনেকে। করোনাভাইরাসে এখন সর্দিজ্বরের সমস্যা হলে অনেকে ভয়ে পেয়ে যান। তবে ভয়ের কোনো কারণ নেই। ঠাণ্ডা এই ঋতুতে সর্দিজ্বর খুব স্বাভাবিক অসুখ। 

ঠান্ডা এবং ভাইরাসের কারণে হয়ে থাকা জ্বর ইনফ্লুয়েঞ্জা, যা ফ্লু নামেই পরিচিত। 

ঠান্ডা লাগলে আপনি হয়তো খুব অসুস্থ বোধ করবেন। কিন্তু ফ্লু আরও বেশি পরিমাণে আপনাকে অসুস্থ করে দেবে, এমনকি শয্যাশায়ীও হয়ে পড়তে পারেন।

আসুন জেনে নিই এ সময় সর্দিজ্বর হলে কী করবেন-

১. জ্বর হলে সাধারণত খাবার আগ্রহ কমে যায়। এ সময় চিকিৎসকেরা স্বাস্থ্যকর খাবার খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। তবে ক্ষুধা বেশি না পেলে একেবারেই জোর করা উচিত নয়।

২. শরীর বেশি খারাপ থাকলে জোর খাটিয়ে কাজ করবেন না। এ সময় বিশ্রাম নেয়া ভালো। যতটা ক্লান্তি বোধ হয়, ততখানি বিশ্রাম নিন। 

৩. ঠান্ডা লাগলে বা ফ্লু হলে অনেক বেশি হাঁচি, কাশি এবং ঘাম হয়ে থাকে। আর এতে করে শরীর কিছুটা পানি শূন্যও হয়ে পরে। আর তাই ঘাটতি পূরণের গরম পানিতে লেবুর রস ও মধু মিশিয়ে খেলে উপকার পাবেন। এ সময় চিকিৎসকেরা প্রচুর পানি পানের পরামর্শ দেন, বিশেষ করে পানি এবং সঙ্গে কিছু পরিমাণ চা বা কফি।

৪. লক্ষণ বুঝে প্রয়োজনে প্যারাসিটামল এবং আইবুপ্রোফেন দুটোই একসাথে ব্যবহার করা যেতে পারে। এ ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। 

৫. এ সময় ভিটামিন সি সমৃদ্ধ খাবার খেতে হবে। শ্বাসতন্ত্রের সংক্রমণে ১৯৩০ এর দশকে ভিটামিন সি ছিল সবচেয়ে প্রচলিত চিকিৎসা। 

এটি সত্তরের দশকে এসে আরো বেশি জনপ্রিয় হয় যখন নোবেল বিজয়ী লিনাস পোলিং গবেষণা করে প্রমাণ করেন যে ভিটামিন সি ঠান্ডাজনিত রোগ উপশমে অনেক বেশি কার্যকর।

৬. ঠান্ডা এবং ফ্লু ভাইরাসজনিত রোগ, আর অ্যান্টিবায়োটিক ভাইরাসের বিরুদ্ধে অকার্যকর। আর তাই এসব ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক একেবারেই ব্যবহার করা উচিত নয়।

তথ্যসূত্র: বিবিসি বাংলা   

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com