ভারি ঝুমকা পরে কান ব্যথা হলে করণীয়

0

যেকোনো অনুষ্ঠানে বেশিরভাগ নারী শাড়ি, চুড়িদার, শালোয়ারের সাথে একটু ভারি ঝুমকা বা কানের দুল পরতে পছন্দ করেন। যা দেখতে খুবই সুন্দর। তবে এ কথাও সত্য যে, ভারি ঝুমকা বেশিক্ষণ পরে থাকলে কানে ব্যথা হতে পারে।

ফলে ইচ্ছা থাকা সত্ত্বেও অনেকে ভারি ঝুমকা পরতে চান না। তবে চিন্তার কোনো কারণ নেই। এমন কিছু উপায় রয়েছে, যা সঠিকভাবে মেনে চললে কানের ব্যথা থেকে মুক্তি পাওয়া সম্ভব। তাহলে আসুন জেনে নেই সেসব উপায় সম্পর্কে-

ক্রিম বা তেল: ভারি ঝুমকা পরার আগে কানে ক্রিম বা তেল লাগাতে পারেন। এতে কানের ত্বক নরম হবে। ঝুমকা পরার কারণে কানে জ্বালা বা ব্যথা হবে না।

সব সময় পরবেন না: এখন বিয়ের মৌসুম চলছে। এক্ষেত্রে যদি পরপর সব অনুষ্ঠানে ভারি ঝুমকা পরেন, তাহলে কানের ব্যথা বাড়তে পারে। তাই সব অনুষ্ঠানে ভারি ঝুমকা না পরে হালকা কানের দুলও পরতে পারেন।

বেশিক্ষণ পরে থাকবেন না: পুরো অনুষ্ঠানে ভারি ঝুমকা পরে থাকবেন না। ছবি তোলার পর বা অনুষ্ঠানের মাঝামাঝি হালকা কানের দুল পরতে পারেন। এতে কানে খুব বেশি ব্যথা হওয়ার সম্ভাবনা নেই।

ভারি দুলের সঙ্গে চেন: ভারি কানের দুলের ওজন কমাতে দুলের সঙ্গে চেন ব্যবহার করতে পারেন। এতে আপনার কানে ব্যথা হবে না। কারণ ওজনের কিছু অংশ চেনও বহন করতে পারবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com