সোনা-রূপার গয়না কীভাবে পরিষ্কার করবেন

0

সোনা, রূপা বা পাথরের গয়না দীর্ঘদিন উজ্জ্বল ও ঝলমলে রাখতে এর যত্ন নেয়া প্রয়োজন।  

আমরা যে কাজটি করি তা হলো- গয়নার উজ্জ্বলতা কমে গেলে তা স্বর্ণকারের দোকান নিয়ে সোনা ও রুপার পানি দিয়ে ধুয়ে নিয়ে আসি।  আপনি চাইলে গয়না ঘরেই পরিষ্কার করতে পারেন। 

যেভাবে পরিষ্কার রাখবেন

১. গয়না পরিষ্কার করার জন্য নরম কাপড় ব্যবহার করুন। সাবান ব্যবহার করতে চাইলে কম ক্ষারযুক্ত সাবান ব্যবহার করতে হবে। 

২. রূপার গয়না পরিষ্কার করার জন্য নরম ব্রাশে সামান্য টুথপেস্ট লাগিয়ে ঘষে নিন।

৩. পানির সঙ্গে বেকিং সোডা মিশিয়ে পেস্ট তৈরি করে মিশ্রণটি ব্রাশে লাগিয়ে পরিষ্কার করুন পাথরের গয়না।

৪. গ্লাস ক্লিনার দিয়ে ডায়মন্ডের গহনা পরিষ্কার করুন।   
ব্যবহারের পর পরিষ্কার এবং শুষ্ক জায়গায় রেখে দিন।

৫. সোনা, রূপা ও পাথরের গয়না আলাদা বক্সে রাখুন। 

৬. সুগন্ধি বা ক্রিম যেন গয়নার সংস্পর্শে না আসে সেদিকে খেয়াল রাখুন। 

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com