বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড
২৪ ঘণ্টায় বিশ্বে করোনাভাইরাসের নতুন রেকর্ড করেছে। ৫ লাখ ৪০ হাজারের মতো নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত চার কোটি ৫৩ লাখ ছাড়ালো।
এদিকে দৈনিক হিসাবে, টানা তৃতীয় দিনের মতো ৭ হাজারের ওপর মৃত্যু হলো বিশ্বে। মোট প্রাণহানি ১১ লাখ ৮৬ হাজারের কাছাকাছি।
বৃহস্পতিবারও হাজারের বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে মোট প্রাণহানি দু’লাখ ৩৪ হাজার ছাড়ালো। এদিন, ভারত ও ব্রাজিল সাড়ে ৫শ’র বেশি মৃত্যু হয়েছে। তৃতীয় সর্বোচ্চ ৫শ’র কাছাকাছি প্রাণহানি ঘটেছে মেক্সিকোয়।
এদিকে, আজ থেকে ইউরোপের প্রথম দেশ হিসাবে ফ্রান্সে কার্যকর হবে দ্বিতীয়দফা লকডাউন। আংশিক কড়াকড়ি আরোপ করেছে জার্মানিও। যা নভেম্বর থেকে গোটা শীত মৌসুম বহাল থাকতে পারে।