দেশে ৮ মাসে ৮৯২ ধর্ষণকাণ্ড
বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি (বিএনডব্লিউএলএ) এর এক প্রতিবেদনে উঠে এসেছে চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত গত আট মাসে সারা দেশে ৮৯২ টি ধর্ষণের ঘটনা ঘটেছে।
এছাড়া ১৯২ টি ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটেছে। ৪১ জন ধর্ষণের পরে আহত অবস্থায় মারা গেছেন, ৯ জন ধর্ষণের পরে আত্মহত্যা করে মারা গেছেন বলে এ রিপোর্টে জানা গেছে।
চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত জাতীয় দৈনিক ১০ পত্রিকার সংবাদের ভিত্তিতে এই প্রতিবেদন করেছেন বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি (বিএনডব্লিউএলএ)।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সংগঠনটির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিএনডব্লিউএলএ উদ্বেগ প্রকাশ করে বলেন, আমরা সকল ধর্ষণ মামলার দ্রুত বিচারের দাবি জানাচ্ছি। এ সমস্ত ঘটনায় বিচারকার্যে দীর্ঘসূত্রিতা থাকার কারণে ক্রমাগত ধর্ষণের ঘটনা বেড়েই চলছে। ধর্ষণের ঘটনা আরও কমে আসবে যদি আদালতের দীর্ঘসূত্রিতা কমিয়ে আসে।
সংগঠনটির সভাপতি অ্যাডভোকেট সালমা আলী বলেছিলেন, ‘উদ্বেগ জনক হাড়ে দেশে ধর্ষণের ঘটনা বেড়েই যাচ্ছে। আসামিদের যথাযথ তদন্তের মাধ্যমে বিচারের মুখোমুখি করতে হবে। ’