পেঁয়াজ দাও, ইলিশ দিমু – বাংলাদেশের ঘরে ঘরে এই রব ঢেউ তুলেছে এই দেশেও
পেট্রাপোল সীমান্ত কিংবা উত্তরচব্বিশ পরগনার ঘোজাডাঙ্গা ল্যান্ডপোর্টে এখন সারি সারি ট্রাক দাঁড়িয়ে আছে টন টন পেঁয়াজ নিয়ে। গত সোমবার বিকালে ডিরেক্টর জেনারেল অফ ফরেন ট্রেড ভারত থেকে পেঁয়াজের রপ্তানির ওপর নিষেধাজ্ঞা জারি করে দেশে পেঁয়াজের দামে সুস্থিতি আনতে। কলকাতার বাজারে আজ বুধবার সকালেও পেঁয়াজ বিক্রি হয়েছে পঞ্চাশ টাকা কিলো দরে, যা অস্বাভাবিক চড়া।
ভারত বাংলাদেশে সব থেকে বেশি পেঁয়াজ রপ্তানি করে। পেট্রাপোল সীমান্তে দাঁড়িয়ে থাকা ট্রাকে এখন আছে প্রায় তিনহাজার টন পেঁয়াজ। এমন দিনে এই নিষেধাজ্ঞা জারি হয়েছে, যেদিন বাংলাদেশ নিষেধাজ্ঞা শিথিল করে এপার বাংলায় ১৪৫০ টন ইলিশ পাঠিয়েছে।
এদিকে এ খবর ছড়িয়ে পড়তেই বাংলাদেশের ঘরে ঘরে রব ওঠেছে, পেঁয়াজ দাও, ইলিশ দিমু। এই রব আছড়ে পড়েছে এপার বাংলায়।
পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার এসোসিয়েশন এর পদাধিকারীরা মনে করছেন, এ বড় লজ্জার। বাংলাদেশ ইলিশ দিচ্ছে, আমরা তাদের পেঁয়াজ দিতে পারছি না। ভারত থেকে রপ্তানি বন্ধ হওয়ায় বাংলাদেশেও পেঁয়াজের দাম বেড়ে গেছে। এই অবস্থার অবসান চাইছে দু’দেশের মানুষই।