আপোষহীন নেত্রী খালেদা জিয়া দেশের মানুষের স্বার্থ রক্ষায় কোনো দিন পিছপা হননি: মঈন খান
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বলেন, দেশনেত্রীর রাজনীতির যে দিক ইতিহাস পর্যালোচনা করলে বার বার একটি জিনিস প্রমাণিত হবে সেটা হচ্ছে তার আপোষহীন রাজনীতি। তিনি বাংলাদেশের স্বার্থের বিষয়ে কোনোদিন আপোষ করেননি-এটাই হচ্ছে সত্যি এবং বাংলাদেশের মানুষ এটাই বিশ্বাস করে আজো।
গতকাল বুধবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারাবন্দি দিবসে এক ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা লক্ষ্য করেছি তাকে যখন দ্বিতীয়বার কারা অন্তরীন করা হয় আজকে থেকে প্রায় আড়াই বছর আগে তখনো কিন্তু বাংলাদেশের মানুষ একটি সত্যে বিশ্বাস করেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া হচ্ছেন আমাদের আপোষহীন নেত্রী এবং তিনি আপোষহীন নেত্রী হিসেবে দেশের মানুষের স্বার্থ রক্ষায় কোনো দিন পিছপা হননি, সেজন্য তিনি কারাবরণ করতে পিছপা হননি-এটাই সত্য।