অর্থ পাচারের চার মামলায় এনু-রুপনের বিরুদ্ধে চার্জশিট দাখিল
ক্যাসিনো কারবারি এনামুল হক এনু ও রুপন ভুইয়ার বিরুদ্ধে অর্থ পাচারের চার মামলার চার্জশিট দাখিল করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এই চার্জশিট দাখিল করে। তাদের বিরুদ্ধে অর্থ পাচারের আইনে মামলা হয়েছে ৫টি। এর চারটির তদন্ত শেষ করে সিআইডি এই চার্জশিট দাখিল করে।
তদন্তে এ দুই ভাইয়ের নামে বেসরকারি ৭টি ব্যাংকে ১৯ কোটি টাকা, পুরান ঢাকায় ২০টি বাড়ি ও ১২৮টি ফ্ল্যাটের সত্যতা পেয়েছে সিআইডি। তদন্ত সংস্থা বলছে, ক্যাসিনো ব্যবসার মাধ্যমে ২০১৪ সাল থেকে ১৯ সাল পর্যন্ত সময়ে তারা এই বিপুল সম্পদের মালিক হয়েছেন।
২০১৯ সালের ২৪ সেপ্টেম্বর এনু-রুপনের পুরান ঢাকার বানিয়ানগরের বাসা এবং তাদের দুই কর্মচারীর বাসায় অভিযান চালিয়ে পাঁচ কোটি টাকা এবং সাড়ে সাত কেজি স্বর্ণ উদ্ধার করে র্যাব। গা ঢাকা দেন দুই ভাই। চলতি বছরের ১৩ জানুয়ারি কেরানীগঞ্জের একটি বাড়ি থেকে এক সহযোগীসহ র্যাবের হাতে গ্রেপ্তার হন এনু-রুপন।
গত ২৫ ফেব্রুয়ারি তাদের লালমোহন সাহা স্ট্রিটের বাসা থেকে ২৬ কোটি ৫৫ লাখ টাকা, ৫ কোটি ১৫ লাখ টাকার এফডিআরের কাগজ এবং এক কেজি স্বর্ণ জব্দ করে র্যাব।
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন এনু-রুপনের বিরুদ্ধে আলাদা দুটি মামলা করে। তবে ওই দুই মামলার প্রতিবেদন এখনো আদালতে জমা দেয়নি দুদক।