করোনায় বিএনপির ৩৭ নেতাকর্মীর মৃত্যু, আক্রান্ত ৯২

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত বিএনপির অন্তত ৩৭ জন নেতাকর্মীর মৃত্যু হয়েছে। প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন দলের প্রায় শতাধিক নেতাকর্মী ও সমর্থক। এছাড়া প্রতিদিন আক্রান্তের তথ্য আসছে বলে জানিয়েছে বিএনপির করোনা পর্যবেক্ষণ কেন্দ্রীয় সেল।

গত ৩ মে ভিডিও কনফারেন্সে বিএনপির স্থায়ী কমিটির এক বৈঠকে ড. খন্দকার মোশাররফ হোসেনকে উপদেষ্টা ও ইকবাল হাসান মাহমুদ টুকুকে আহ্বায়ক করে ১৩ সদস্যের জাতীয় করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ সেল গঠন করা হয়। পরবর্তীতে বিভাগীয় সাংগঠনিক নেতাদের দিয়ে বিভাগীয় সেল গঠন করা হয়।

বিএনপির কেন্দ্রীয় করোনা সেল প্রদত্ত তথ্য অনুযায়ী সারাদেশে মোট আক্রান্ত ৯২, মৃত্যু ৩৭ জনের।

ঢাকা বিভাগ

ঢাকা মহানগর : আক্রান্ত ১, মৃত ১

আক্রান্ত

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট আব্দুর রেজ্জাক খান।

মৃত

ঢাকা মহানগর উত্তর বিএনপির সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসান।

ঢাকা জেলা : আক্রান্ত ২ জন, মৃত ১ জন

আক্রান্তদের নাম পাওয়া যায়নি।

মৃত

কেরানীগঞ্জ থানা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) নেতা নুরুজ্জামান।

নারায়ণগঞ্জ জেলা : আক্রান্ত ৪ জন, মৃত ৬ জন।

আক্রান্তদের নাম পাওয়া যায়নি।

মৃত

১. শহিদুল ইসলাম শিমুল খন্দকার, প্রচার সম্পাদক সাদিপুর ইউপি বিএনপি, সোনারগাঁও।

২. হাজি আব্দুল করিম, সাধারণ সম্পাদক, ঘোরাকান্ডা ইউপি বিএনপি, রূপগঞ্জ।

৩. দুলাল হোসেন, সদস্য কাঞ্চন পৌর বিএনপি, রূপগঞ্জ।

৪. নবী হোসেন, ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক, কায়েসপাড়া ইউপি বিএনপি, রূপগঞ্জ।

৫. আনিছুর রহমান বাবুল মাস্টার, বিএনপিকর্মী, রূপগঞ্জ থানা।

৬. মু্ক্তার হোসেন, বিএনপিকর্মী, মদনপুর ইউপি।

মুন্সিগঞ্জ জেলা : আক্রান্ত ৭ জন

আক্রান্তদের নাম পাওয়া যায়নি।

রাজশাহী বিভাগ

নাটোর জেলা : আক্রান্ত ১

হাসানুজ্জামান হাসান, ছাত্রদল নেতা লালপুর।

সিরাজগঞ্জ জেলা : আক্রান্ত ২

১.মনিরুজ্জামান সুইটি, রায়গঞ্জ।
২.আলম, রায়গঞ্জ।

বগুড়া জেলা : আক্রান্ত ১

১. আবু সালেহ নয়ন, চেয়ারম্যান ও বিএনপি নেতা।

রাজশাহী জেলা : আক্রান্ত ১

রেজাউল করিম, সাবেক সভাপতি ইউপি ছাত্রদল, চারঘাট

খুলনা বিভাগ

মাগুরা জেলা : আক্রান্ত ২

১. সৈয়দ মাহাবুবুর রহমান হিরা, বিএনপি নেতা, মোহাম্মদপুর থানা।
২. মো. খোকন, মোহাম্মদপুর বিএনপি নেতা।

মেহেরপুর জেলা : আক্রান্ত ২

১. মাহাতাব আলী, বিএনপি নেতা।
২.জুলেখা খাতুন, বিএনপি নেত্রী।

নড়াইল জেলা : আক্রান্ত ১

শেখ নজরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি, কালিয়া থানা বিএনপি।

ঝিনাইদহ জেলা : আক্রান্ত ২ জন

১. হারুনর রশিদ, সদস্য, জেলা বিএনপি।
২.কামরুজ্জামান, সদস্য, জেলা বিএনপি।

ফরিদপুর বিভাগ

ফরিদপুর জেলা : আক্রান্ত ১

রাশেদ জাহাঙ্গীর রাশু, সদস্য, স্বেচ্ছাসেবক দল, জেলা কমিটি।

রাজবাড়ী জেলা : আক্রান্ত ১১, মৃত ১

আক্রান্ত

১. মাজেদ শেখ
২. রাশেদ শেখ
৩. শামিম শেখ
৪. আমেনা খাতুন
৫. লিজা ইসলাম
৬. আফরোজ পারভিন
৭. সাহিদা বেগম
৮. হালিমা বেগম
৯. মিজানুর রহমান
১০. সানিয়া বেগম
১১. সাইফুল ইসলাম

সবাই বালিয়াকান্দি বিএনপি সমর্থক।

মৃত ১

ট্রাক ড্রাইভার রুহুল আমিন, পাংশা উপজেলা ,বিএনপিকর্মী।

গোপালগঞ্জ জেলা : আক্রান্ত ১

আক্রান্তের নাম পাওয়া যায়নি।

শরীয়তপুর জেলা : আক্রান্ত ১

সাইফুল ইসলাম বাচ্চু, ৭ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা, ড্যামুডা।

কুমিল্লা বিভাগ

কুমিল্লা উত্তর : আক্রান্ত ৮, মৃত ১০

আক্রান্ত

১. মো. সালাউদ্দিন কমিশনার, সাধারণ সম্পাদক, ৬ নম্বর ওয়ার্ড, শ্রমিক দল।
২. মো. আলম, সিনিয়র সহ-সভাপতি, ৬ নম্বর জিয়া পরিষদ।
৩. মোছা. সুফিয়া বেগম, সভানেত্রী, মহিলাদল, কুমিল্লা উত্তর।
৪. ডা. মো. আলম চৌধুরী শফি, সাধারণ সম্পাদক, বিএনপি, ইউসুফপুর।
৫. নিয়ামত উল্লাহ, সহ সা-গঠনিক সম্পাদক, লাকসাম উপজেলা।
৬. গাজী মাহাবুবুর রহমান, ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর।
৭. মো. জাবেদ আহমেদ, সাবেক ছাত্রদল নেতা, লামা উপজেলা।
৮. ডা. মাইনুদ্দিন মিয়াজী, সহ-সাধারণ সম্পাদক, শুভপুর ইউপি, চৌদ্দগ্রাম।

মৃত

১. মিজানুর রহমান, সদস্য, কুমিল্লা জেলা বিএনপি।
২. মনিরুল হক ভূঁইয়া, সভাপতি, দেবীদ্বার উপজেলা বিএনপি।
৩. রফিকুল ইসলাম, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক, দেবীদ্বার উপজেলা বিএনপি।
৪. খসরুল আলম রিপন খান, সাবেক প্রচার সম্পাদক, দেবীদ্বার বিএনপি।
৫. মো. বিল্লাল হোসেন, ওয়ার্ড ছাত্রদল নেতা, গোনাইঘর, দেবীদ্বার।
৬. মো. নজরুল ইসলাম, চান্দিনা ২ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য।
৭. এমদাদ সরকার, সাংগঠনিক সম্পাদক, ৫ নম্বর ওয়ার্ড বিএনপি, ব্রাহ্মণপাড়া।
৮. শেখ মাওলানা আতিকুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি, বিপাড়া ওলামা দল।
৯. আব্দুল করিম, ৪ নম্বর ওয়ার্ড যুবদল নেতা।
১০. মো. ফরিদ মিয়া, ৩ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা।

কুমিল্লা দক্ষিণ : আক্রান্ত ৬

১. মেজবাহ উদ্দিন, ব্রাহ্মপাড়া উপজেলা যুবদল নেতা।
২. খসরু আলম বাদল, ব্রাহ্মপাড়া উপজেলা বিএনপি নেতা।
৩. জয়নাল আবেদিন, ব্রাহ্মপাড়া উপজেলা বিএনপি নেতা।
৪. আল আমিন, ছাত্রদল নেতা।
৫. রকিব উদ্দিন, ছাত্রদল নেতা।
৬. আবুল হোসেন, মেম্বার, ৪ নম্বর ওয়ার্ড।

চাঁদপুর জেলা : আক্রান্ত ৩, মৃত ৩

আক্রান্ত

১. অ্যাডভোকেট এ কে এম সলিম উল্লাহ সেলিম, প্রথম যুগ্ম-আহ্বায়ক, জেলা বিএনপি।
২. অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ, সাধারণ সম্পাদক, জেলা যুবদল।
৩. অ্যাডভোকেট শাহেদুল হক মজুমদার সোহেল, সাধারণ সম্পাদক, শাহরাস্তি উপজেলা যুবদল।

মৃত

১. আবু তাহের ভূঁইয়া, সাধারণ সম্পাদক, ৮ নম্বর বাগাদী ইউপি বিএনপি, সদর উপজেলা চাঁদপুর।
২. নুরুল ইসলাম মাল, সহ-সভাপতি চাঁদপুর জেলা কৃষক দল।
৩. আনোয়ার হোসেন আনু, সাধারণ সম্পাদক, ১১ নম্বর গোহাট ইউনিয়ন, কচুয়া উপজেলা, চাঁদপুর।

ব্রাহ্মণবাড়িয়া জেলা : আক্রান্ত ২

১. মো. মইন, ২ নম্বর ওয়ার্ড বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক।
২. আবু রায়হান, সহ-সভাপতি, বাঞ্ছারামপুর কলেজ ছাত্রদল।

চট্টগ্রাম বিভাগ

চট্টগ্রাম দক্ষিণ : আক্রান্ত ৬, মৃত ৩

আক্রান্ত

১. আব্দুল হালিম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক, বোয়ালখালী।
২. আশরাফ মামুন, সাবেক ছাত্রদল নেতা, বোয়ালখালী।
৩. মুন্সি মিয়া, বিএনপি নেতা, বোয়ালখালী।
৪. নাসির উদ্দিন, পটিয়া যুবদল নেতা।
৫. নুরুল ইসলাম, সাবেক সভাপতি, চন্দনাইশ উপজেলা।
৬. এহসানুল হক আহাদ, সাধারণ সম্পাদক, কলেজ শাখা ছাত্রদল, লোহাগাড়া।

মৃত
১. অ্যাডভোকেট কবির চৌধুরী, সদস্য, জেলা বিএনপি।
২.এম এ শুক্কুর, সাবেক সাধারণ সম্পাদক, লোহাগাড়া যুবদল।
৩.আব্দুস শুক্কুর, শ্রমিক নেতা, চন্দনাইশ।

চট্টগ্রাম উত্তর : আক্রান্ত ৩

১. আলী আকবর, যুগ্ম-আহ্বায়ক, হাটহাজারী।
২. জরিনা বেগম, মহিলা নেত্রী, ফটিকছড়ি।
৩. মো. মোজাহের, ফটিকছড়ি বিএনপি নেতা।

চট্টগ্রাম মহানগর : আক্রান্ত ৬ মৃত ৩

আক্রান্ত

১. মোশারফ হোসেন দীপ্তি, সভাপতি, মহানগর যুবদল।
২. বেলায়েত হোসেন বুলু, সাধারণ সম্পাদক, মহানগর স্বেচ্ছাসেবক দল।
৩. এম এ মুসা বাবুল, ভারপ্রাপ্ত সভাপতি, ২৯ ওয়ার্ড
৪. অ্যাডভোকেট শাহিন, সহ-আইন বিষয়ক সম্পাদক, মহানগর বিএনপি।
৫. রবিউল হাসান বাবুল, মহানগর ছাত্রদল নেতা।
৬. কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক, ৪৩ নম্বর ওয়ার্ড।

মৃত

১. করিম উল্লাহ, সাবেক সহ-সভাপতি, ২৮ নম্বর ওয়ার্ড।
২. ইসকান্দার উল্লাহ, সাবেক সাংগঠনিক সম্পাদক, ১২ নম্বর ওয়ার্ড।
৩. আলহাজ হাবিব উল্লাহ, মহানগর যুবদল সভাপতির পিতা।

নোয়াখালী জেলা : আক্রান্ত ৭, মৃত ৬

আক্রান্ত

১. ড. নাজিম উদ্দিন, যুগ্ম-সম্পাদক, কবিরহাট পৌর বিএনপি।
২. ওয়ালিদ হোসেন দীপক, সাবেক যুগ্ম-আহ্বায়ক, নোয়াখালী সদর।
৩. আফাজ উদ্দিন মনু, ছাত্রদল নেতা, কবিরহাট।
৪. ইমন, ছাত্রদল নেতা, কবিরহাট।
৫. রনি ফরাজী, ছাত্রদল নেতা, কবিরহাট।
৬. নাঈম, ছাত্রদল নেতা, কবির হাট।
৭. আহাদ চৌধুরী, ছাত্রদল নেতা, কবিরহাট।

মৃত

১. মাঈনুদ্দিন মানিক, সাবেক সহ-সভাপতি, সুবর্ণচর।
২. আশরাফ হোসেন আবু, সভাপতি, ৬ নম্বর ইউপি বিএনপি, সদর
৩. নুর মোহাম্মদ, সভাপতি, ৮ নম্বর বেগমগঞ্জ ইউপি বিএনপি।
৪. লাতু মিয়া, ৮ নম্বর বেগমগঞ্জ ইউপি বিএনপি।
৫. জাবেদ হোসেন, সদস্য, ৪ নম্বর আলাইয়ারপুর ইউপি বেগমগঞ্জ।
৬. খায়ের মিয়া, সদস্য, ৭ নম্বর ওয়ার্ড চৌমহনী।

ফেনী জেলা : আক্রান্ত ২

১. মাহতাব উদ্দিন চৌধুরী মিনার, সদস্য, জেলা বিএনপি
২. মেজবাহ উদ্দিন ভূঁইয়া, সদস্যসচিব, ফেনী পৌর বিএনপি।

লক্ষ্মীপুর জেলা : আক্রান্ত ১

আজমল এলাহী, সাংগঠনিক সম্পাদক, সদর শ্রমিকদল।

সিলেট বিভাগ

সিলেট জেলা : আক্রান্ত ১, মৃত ১

আক্রান্ত

সিটি মেয়র আরফিুল হক চৌধুরীর স্ত্রী শ্যামা হক চৌধুরী।

মৃত

দবিরুল ইসলাম, ওয়ার্ড সভাপতি, দক্ষিণ সুরমা।

সুনামগঞ্জ জেলা : আক্রান্ত ৭

১. ওবায়দুল সদস্য, জেলা ছাত্রদল।
২. আকতার হোসেন, তাহিরপুর উপজেলা বিএনপি।
৩. ইউসুফ আলী, বড়দল ইউনিয়ন বিএনপি।
৪. ফরহাদ, বড়দল ইউনিয়ন বিএনপি।
৫. লোকমান, বড়দল ইউনিয়ন বিএনপি।
৬. রেহানা বেগম, কাউকান্দি।
৭. সাবানা বেগম, তাহিরপুর।

মৌলভীবাজার : মৃত ১

আব্দুল আহাদ, কাউন্সিলর ও সাবেক সাধারণ সম্পাদক, শ্রীমঙ্গল উপজেলা বিএনপি।

ময়মনসিংহ বিভাগ

ময়মনসিংহ মহানগর : মৃত ১

আজমল হোসাইন খান।

এদিকে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবীর খান জানান, বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু এবং তার স্ত্রী অ্যাডভোকেট সাবিহা খাতুন, বিএনপির ভাইস-চেয়ারম্যান রাজ্জাক খান ও তার স্ত্রী, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন কাউন্সিলর মাসকুদুল আলম খন্দকার খোরশেদ ও স্ত্রী আফরুজা খানম লুনা, অ্যাডভোকেট খন্দকার তৈমুর আলমের মেয়ে মরিয়ম খন্দকার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ঢাকা মহানগর উত্তর সাধারণ সম্পাদক আহসানউল্লাহ হাসানের স্ত্রী রিনা আহসান।

ফরিদপুর বিভাগীয় সহ-সাংগঠনিক মো. সেলিমুজ্জামান সেলিম জানান, শরিয়তপুর জেলা বিএনপির সাবেক সভাপতি টিএম গিয়াস উদ্দিন করোনায় আক্রান্ত হয়েছেন।

গত মঙ্গলবার বিএনপির করোনা পর্যবেক্ষণ সেলের কেন্দ্রীয় আহ্বায়ক ও দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু জানান, প্রতিদিনই নতুন তথ্য আসছে। সর্বশেষ তথ্য অনুযায়ী করোনা আক্রান্ত হয়ে ৯২ জনের আক্রান্ত হওয়ার তথ্য পেয়েছি এবং ৩৭ জনের মৃত্যু হয়েছে। সুস্থতার হিসাব আমাদের কাছে নেই।

তিনি বলেন, ‘খুলনাতে আক্রান্তের সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে। আম্ফান হওয়ার পরে আমাদের অনেকে সেখানে কাজ করায় আক্রান্তের হার আরও বাড়তে পারে। চট্টগ্রাম বিভাগে মৃতের সংখ্যা বেশি।’

টুকু বলেন,‘ আমাদের যে সকল নেতাকর্মী আক্রান্ত হয়েছেন বা মারা গেছেন তাদের পরিবারের সঙ্গে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মহাসচিব কথা বলেছেন। বৃহস্পতিবার (১১ জুন) মহাসচিব এ বিষয়ে বিস্তারিত জানিয়ে সাংবাদিকদের ব্রিফিং করবেন।’

এ বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘যারা আক্রান্ত হয়েছেন তারা চিকিৎসা নিচ্ছেন। আমরা তাদের খোঁজখবর নিচ্ছি। এখনও পূর্ণাঙ্গ তথ্য আমাদের কাছে এসে পৌঁছায়নি। দু-একদিনের মধ্যে আমরা (এ বিষয়ে বিস্তারিত) বলতে পারব।’

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com