যুবলীগ নেতাকে উপহার, বিরল নজির গড়লেন স্বেচ্ছাসেবক দল নেতা
রাজনীতিতে ভিন্নমত থাকলেও করোনায় মহানুভবতার নিদর্শন গড়লেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আলী।
শনিবার (১৬ মে) করোনাক্রান্ত লক্ষ্মীপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক বায়েজিদ ভূইয়ার বাসভবনে সামাজিক দূরত্ব বজায় রেখে তার খোঁজখবর নেয়ার পাশাপাশি তার হাতে উপহারসামগ্রী তুলে দেন ইয়াছিন আলী।
এর আগে তিনি তার নির্বাচনী এলাকা লক্ষ্মীপুর-১ আসনের প্রতিটি ইউনিয়নে করোনার প্রভাবে কর্মহীন, অসহায়, দুঃস্থদের মধ্যে খাবারসামগ্রী বিতরণ করেন। রামগঞ্জ থানা পুলিশের মধ্যে করোনা সুরক্ষা সামগ্রীও বিতরণ করেন তিনি।
এসময়ে ইয়াছিন আলী বলেন, ‘এখন রাজনীতি করার সময় না। দেশের এই ক্রান্তিলগ্নে সকলের উচিত সাধ্যমতো সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া। এতে বিএনপি-আওয়ামী লীগ নয়। অসহায় প্রতিটি মানুষকে সহযোগিতা করতে আমি রামগঞ্জবাসীর পাশে আছি। যতোদিন এই সংকটকাল বিদ্যমান থাকবে দলমত নির্বিশেষে আমি রামগঞ্জের সাধারণ মানুষের পাশে থাকবো।’