যুক্তরাষ্ট্রের কাছে ‘ভাইরাস ছড়ানো’র প্রমাণ চাইল ডব্লিউএইচও
যুক্তরাষ্ট্র বরাবরই করোনা ভাইরাস নিয়ে চীনের বিরুদ্ধে অভিযোগ করে আসছে। মার্কিন প্রেসিডেন্টের পর দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও একই দাবি করেছেন। তাদের দাবি- চীনের ল্যাব থেকে এই ভাইরাসটি ছড়িয়ে দেয়া হয়েছে।
তবে এই অভিযোগ বরাবরও নাকোচ করে দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। জাতিসংঘের এই বিশেষ সংস্থাটির দাবি- ‘যুক্তরাষ্ট্রের অভিযোগ অনুমান নির্ভর।’
চীনের গবেষণাগারে ভাইরাসটির উৎপত্তি হওয়ার কোনও প্রমাণ নেই। আর থাকলে তা সরবরাহের আহ্বান জানিয়েছেন ডব্লিউএইচও’র শীর্ষ জরুরি পরিস্থিতি বিষয়ক বিশেষজ্ঞ ডা. মাইক রায়ান।
স্থানীয় সময় সোমবার (৪ মে) সুইজারলেন্টের জেনেভা থেকে এক অনলাইন সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান।
ডা. মাইক রায়ান বলেন, ‘করোনা ভাইরাসের উৎপত্তি নিয়ে আমরা যুক্তরাষ্ট্রের কাছ থেকে কোনও তথ্যনির্ভর প্রমাণ পাইনি। সুতরাং আমাদের দিক থেকে এই দাবি অনুমান নির্ভর। ‘প্রমাণ নির্ভর সংস্থা’ হিসেবে ডব্লিউএইচও ভাইরাসটির উৎপত্তি নিয়ে যেকোনও তথ্য পেতে আগ্রহী।’
ভবিষ্যতে নিয়ন্ত্রণের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ হবে বলেও মন্তব্য করেন তিনি। রায়ান বলেন, ‘ফলে সেই তথ্য ও প্রমাণ যদি থেকে থাকে তাহলে যুক্তরাষ্ট্র সরকারকেই সিদ্ধান্ত নিতে কবে এবং কোথায় তা দেখানো হবে।’
চীনা বিজ্ঞানীদের সঙ্গে এ সংক্রান্ত তথ্য বিনিময়ের ক্ষেত্রে রাজনীতি নয়, বিজ্ঞানকেই গুরুত্ব দেওয়া হবে। আগ্রাসী হয়ে কোনও ভুল পদক্ষেপ নেওয়া হবে না বলেও জানান তিনি।
বিজ্ঞানীরা ধারণা করছেন, প্রাণঘাতী এই ভাইরাস প্রাণী থেকে মানুষের শরীরে প্রবেশ করেছে। গত বছর চীনের উহানের একটি মাংসের বাজার থেকে তা ছড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে।