নিজের ও স্ত্রীর নামে কার্ড করে চাল নেন ইউপি সদস্য

ঝালকাঠির রাজাপুরের শুক্তাগড় ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামানের বিরুদ্ধে খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজির চাল আত্মসাতের অভিযোগ উঠেছে।

এ ছাড়া তার বিরুদ্ধে নিজের ও স্ত্রীর নামে কার্ড করে খাদ্যবান্ধব কর্মসূচির চাল নেয়ার অভিযোগ রয়েছে।

এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার সুবিধা বঞ্চিতরা মানববন্ধন ও বিক্ষোভ করেন। পরে বিক্ষোভকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।

তারা অভিযোগ করেন, স্থানীয় কেওতা গ্রামের ইউপি সদস্য মনিরুজ্জামান খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১৩৭ জনের নামের তালিকা তৈরি করেন। তার মধ্যে নিজের এবং স্ত্রীসহ আত্মীয়-স্বজনের নাম অন্তর্ভুক্ত করেন। এ ছাড়া অনেককে নানা ত্রুটির অজুহাত দেখিয়ে কার্ড নিজের কাছে রেখে চাল আত্মসাৎ করে আসছিলেন।

এমনকি ১০ ব্যক্তি জানেনই না তাদের নামে কার্ড রয়েছে। এ ছাড়া একই ব্যক্তির নাম একাধিকবার এবং মৃত ব্যক্তির নামেও চাল উত্তোলন করে আত্মসাত করেন ইউপি সদস্য।

তবে এ সব অভিযোগ অস্বীকার করে ইউপি সদস্য মনিরুজ্জামান জানান, চালের মান খারাপ হওয়ায় অনেকেই তার বাড়িতে কার্ড ফেরত দিয়ে গেছেন। যা এখন তাদের ফিরিয়ে দেয়া হচ্ছে। তবে নিজের ও স্ত্রীর নামের কার্ডের বিষয়ে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।

রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ হাওলাদার জানান, অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

Comments (০)
Add Comment