স্ত্রীর সঙ্গে অভিমান করে তালিকাভুক্ত সন্ত্রাসীর আত্মহত্যা

0

নারায়ণগঞ্জে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি হুমায়ন রশীদ দারুন (৪০) পারিবারিক কলহের জের ধরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি নিজেকে নারায়ণগঞ্জের প্রয়াত এমপি নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমানের নিজস্ব লোক হিসেবে পরিচয় দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতেন।

সোমবার (১৩ এপ্রিল) ১২টার দিকে শহরের বাবুরাইলের বাসা থেকে হুমায়ন রশীদ দারুনের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।

পারিবারিক সূত্রে জানা যায়, বিকেলে পারিবারিক বিষয়ে দারুনের সঙ্গে তার স্ত্রীর ঝগড়া হয়। ঝগড়ার জের ধরে দারুন অভিমান করে নিজের ঘরের ভেতরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, দারুন নিজেকে আজমেরী ওসমানের লোক হিসেবে পরিচয় দিয়ে শহরের ডিআইটিসহ তার আশপাশে ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন। তিনি পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী।

ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, পারিবারিক কলহের জের ধরে স্ত্রীর সঙ্গে অভিমান করে সন্ত্রাসী দারুন আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তারপরও ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর তার মৃত্যুর কারণ জানা যাবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com