লক্ষ্মীপুরের রামগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

0

লক্ষ্মীপুরের রামগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে হাসমত উল্যা (৭২) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে অভিযুক্তদের দুটি বসতঘর ভাঙচুর ও মালামালে অগ্নিসংযোগ করেন নিহতের স্বজনরা।

এর আগে সোমবার (১ ডিসেম্বর) রাত ১০টার দিকে রামগঞ্জ পৌরসভার বাঁশঘর এলাকার আহম্মদ আলী হাজী বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতের পরিবারের অভিযোগ ও স্থানীয় সূত্র জানায়, অভিযুক্ত তোফায়েল ও মোহন তার চাচা হাসমতের ওপর হামলা করেন। তাকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে হাসমতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত তোফায়েল ও মোহনের বসতঘর ভাঙচুর করেন নিহতের স্বজনরা। এসময় ঘরের মালামাল বের করে তাতে অগ্নিসংযোগ করা হয়

নিহত হাসমত বাঁশঘর এলাকার আহম্মদ আলী হাজী বাড়ির বাসিন্দা। অভিযুক্ত তোফায়েল ও মোহন একই বাড়ির আমানত উল্যার ছেলে।

নিহতের ছেলে মো. মাসুদ বলেন, ‌‘একাধিকবার জমি নিয়ে বিরোধ মীমাংসার চেষ্টা করা হলেও অভিযুক্তরা মানেননি। তারা পরিকল্পিতভাবে বাবার ওপর হামলা চালিয়েছেন। তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.