সিরাজগঞ্জের শাহজাদপুরে মাটিবাহী ট্রাকের ধাক্কায় স্কুলশিক্ষক নিহত
সিরাজগঞ্জের শাহজাদপুরে মাটিবাহী ট্রাকের ধাক্কায় সাবিনা খাতুন নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। সোমবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার গাড়াদহ ইউনিয়নের বকুলতলা আনসার মোড়ে এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
নিহত সাবিনা খাতুন (৪২) উল্লাপাড়া উপজেলার আছলগাতি গ্রামের হাসিনুর রহমানের স্ত্রী ও গাড়াদহ বলদিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক। তিনি দুই সন্তানের জননী।
স্থানীয়দের বরাতে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী জানান, জানান, প্রতিদিনের মতো সকালে আছলগাতি গ্রামের নিজ বাড়ি থেকে বের হয়ে অটোরিকশা করে বিদ্যালয়ে উদ্দেশ্যে রওনা দেন সাবিনা খাতুন। আনসার মোড়ে পৌঁছানোর পর মাটিবাহী একটি দ্রুতগতির ট্রাক তার অটোরিবশাটিকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় নিহতের শিশু সন্তান ও অটোচালকসহ তিনজন আহত হন। আহতদের নাম পরিচয় জানা যায়নি। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে ও ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যায়।