জাহানারার করা যৌন নিপীড়নের অভিযোগের বিষয়ে মাশরাফীও চাইলেন ‘প্রভাবমুক্ত তদন্ত’

0

সাবেক অধিনায়ক তামিম ইকবাল সরাসরি বলেই দিয়েছেন, জাহানারা আলমের করা যৌন নিপীড়নের অভিযোগের বিষয়ে গঠিত বিসিবির তদন্ত কমিটিতে তার আস্থা নেই। আরে সাবেক জনপ্রিয় অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজাও ঘুরিয়ে ফিরিয়ে প্রায় একই কথা বলেছেন। দাবি করেছেন সুষ্ঠু বিচারের।

আজ শুক্রবার বিকেল ৪টা ৩২ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে মাশরাফী লিখেছেন, ‘বাংলাদেশের ক্রিকেট ও গোটা ক্রীড়াঙ্গনের স্বার্থে জাহানারা আলমের প্রতিটি অভিযোগ বিসিবি গুরুত্ব দিয়ে দেখবে আশা করি। আশা করি, বিসিবির তদন্ত কমিটি পুরোপুরি প্রভাবমুক্ত থেকে কাজ করবে এবং অভিযোগের সত্যতা পেলে দায়ীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিশ্চিত করবে, যেন এসবের পুনরাবৃত্তি আর কখনো না হয়। বাংলাদেশের ক্রীড়াঙ্গন নিরাপদ হোক সবার জন্য।’

এর আগে জাহানারার করা অভিযোগের স্বাধীন তদন্ত চেয়েছেন তামিম ইকবাল। তিনি ফেসবুকে লিখেছেন, ‘বিসিবি একটি তদন্ত কমিটি গঠন করেছে বটে। তবে আমি মনে করি, এসব অভিযোগ খতিয়ে দেখতে জাতীয় ক্রীড়া পরিষদ কিংবা সরকারী পর্যায়ে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করা উচিত, যেখানে বিসিবি সংশ্লিষ্ট কেউ থাকবেন না, যাতে বিন্দুমাত্র পক্ষপাতের সুযোগ না থাকে।’

এর আগে গতকাল বৃহস্পতিবার এক ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে নারী দলের সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম এবং নারী বিভাগের সাবেক ইনচার্জ প্রয়াত তৌহিদ মাহমুদের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ আনেন জাতীয় দল থেকে বাদ পড়ে অস্ট্রেলিয়া প্রবাসী হয়ে যাওয়া জাহানারা। এমনকী বিসিবির কাছে বারবার অভিযোগ করেও তিনি কোনো প্রতিকার পাননি। বরং তার ওপর অত্যাচারের পরিমাণ বাড়িয়ে দিয়েছিলেন মঞ্জুরুল।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.