ক্যাটরিনার ছবি ভাইরাল, ‘লজ্জাজনক’ বলছেন সোনাক্ষী

0

বলিউড তারকা ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল সবসময়ই তাদের ব্যক্তিগত জীবনকে আড়ালেই রাখেন। সোশ্যাল মিডিয়ায় মাঝে মাঝে জীবনের সুন্দর মুহূর্ত শেয়ার করলেও ব্যক্তিগত সময়ে হস্তক্ষেপ মোটেও পছন্দ করেন না তারা।

গত মাসেই ক্যাটরিনা নিজেই একটি মনোরম পোলারয়েড ছবি দিয়ে মাতৃত্বের সুখবর জানান। কিন্তু সেই আনন্দের মাঝেই নতুন করে বিরক্তি ছড়ালো। গর্ভবতী অবস্থায় নিজ বাড়ির বারান্দায় দাঁড়ানো ক্যাটরিনার কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লো। এতে ক্ষুব্ধ হয়ে উঠলেন ভক্তরা। আর সহকর্মী সোনাক্ষী বললেন, ‘লজ্জাজনক’।

সোমবার (২৭ অক্টোবর) সকালে একটি মিডিয়া পোর্টাল ক্যাটরিনার মুম্বাইয়ের বাড়ির বারান্দায় তোলা ছবি পোস্ট করে লিখেছে, ‘এক্সক্লুসিভ: ডেলিভারির আগে বারান্দায় দেখা গেল ক্যাটরিনা কাইফকে’!

এই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয় এবং ক্ষোভের জন্ম দেয় নেটপাড়ায়। বহু নেটাগরিকের অভিযোগ— এটি স্পষ্ট গোপনীয়তা লঙ্ঘন, এমনকি অপরাধের পর্যায়ে পড়ে। সবার মতো ক্ষুব্ধ হন অভিনেত্রী সোনাক্ষী সিনহাও। তিনি মন্তব্য করেন, ‘তোমাদের সমস্যা কী???? একজন মহিলার বাড়ির ভেতর থেকে অনুমতি ছাড়া ছবি তুলে প্রকাশ করছো? তোমরা অপরাধীর চেয়ে কম কিছু না। লজ্জাজনক।’

পোস্টটি পরে সরিয়ে নেওয়া হয়।

সোনাক্ষীর রেশ ধরে একজন মন্তব্য করেন, ‘এটা অপরাধ! পুলিশ অ্যাকশন নেওয়া উচিত। এমন ছবি তোলা ও কারও প্রাইভেসি ভাঙা আইনত দণ্ডনীয়।’

আরেকজন লেখেন, ‘পাবলিকলি প্রকাশ হওয়া আর বাড়ির ভেতর থেকে স্টক করা এক নয়। অত্যন্ত নিন্দনীয় কাজ।’

এরই মাঝে সাম্প্রতিক এক অনুষ্ঠানে ভবিষ্যৎ বাবা হিসেবে অনুভূতির কথা জানান ভিকি কৌশল। ইউভা কনক্লেভে তিনি বলেন, ‘শুধু বাবা হওয়া… এই অনুভূতিটার অপেক্ষায় আছি। বিরাট আশীর্বাদ। আর খুবই উত্তেজনায় আছি। বেশিদিন বাকি নেই। এখন আর বাড়ি থেকে বের হবো না!’

ক্যাটের ছবির সূত্র ধরে তারকাদের ব্যক্তিগত জীবনের প্রতি সম্মান দেখানো ও গোপনীয়তা রক্ষা— আবারও আলোচনার কেন্দ্রে বলিউডে। ভক্তরাও বলছেন, মাতৃত্বের এই সময়টাকে অন্তত শান্তিতে কাটাতে দিন ক্যাটরিনাকে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.