দেবরাকোন্ডার সঙ্গে গুঞ্জন আর জল্পনার মাঝেই রাশমিকা জানাল, মাতৃত্ব তার জীবনের স্বপ্ন

0

দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডার সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই গুঞ্জন চলছে শোবিজ অঙ্গনে। ‘গীতা গোবিন্দম’ ও ‘ডিয়ার কমরেড’—একসঙ্গে কাজ করতে গিয়েই নাকি দুজনের বন্ধুত্ব থেকে জন্ম নেয় ঘনিষ্ঠতা। তবে বিয়ে বা বাগদান—কোনো বিষয়েই এখনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি তাদের পক্ষ থেকে।

এদিকে বেশ কিছুদিন আগে ভারতীয় গণমাধ্যমে খবর চাউর হয়, ঘরোয়া আয়োজনেই নাকি বাগদান সেরেছেন রাশমিকা-বিজয়। তবে তা এখনো অস্বীকার বা স্বীকার কোনোটিই করেননি দুজন। গুঞ্জন আর জল্পনার মাঝেই রাশমিকা এবার জানান, মাতৃত্ব তার জীবনের স্বপ্ন।

সাম্প্রতিক প্রোমোশনে, নিজের নতুন ছবি ‘দ্য গার্লফ্রেন্ড’ এর প্রচারে গিয়ে রাশমিকা বলেন, ‘আমি এখনো মা হইনি। কিন্তু আমি জানি, একদিন হবো। আমি এটা অনুভব করি। আমি এই ছোট্ট মানুষদের জন্য এক ধরনের ভালোবাসা অনুভব করি, যারা এখনো পৃথিবীতে আসেনি। তাদের রক্ষা করতে চাই।’

নিজের জীবনযাপন ও ফিটনেস প্রসঙ্গেও কথা বলেন তিনি। দীর্ঘ শুটিং শিডিউল নিয়ে প্রায়ই বিশ্রামের সময় না পাওয়ার কথা স্বীকার করে রাশমিকা বলেন ‘অতিরিক্ত কাজ করবেন না। এটা টেকসই নয়। নিজের জন্য সময় নিতে হবে, পরিবারকে সময় দিতে হবে।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.