উত্তাপ ছড়িয়ে মাঠে নামছে রিয়াল-বার্সা
একপেশে দাপট দেখিয়ে গত মৌসুমের সব (চার) এল ক্লাসিকো নিজেদের দখলে নিয়েছিল বার্সেলোনা। নতুন মৌসুমে অনেকটাই বদলে গেছে রিয়াল মাদ্রিদ। যদিও তারা এখনও পুরোদমে ছন্দে ফেরার অপেক্ষায়। অন্যদিকে, চোটজর্জর বার্সেলোনাও খুব একটা স্বস্তিতে নেই। তবে উন্মাদনার কমতি নেই মৌসুমের প্রথম এল ক্লাসিকো ঘিরে। রিয়াল-বার্সার খেলোয়াড়রাও কথার লড়াইয়ে নেমেছে।
আজ (রোববার) বাংলাদেশ সময় রাত ৯টা ১৫ মিনিটে সান্তিয়াগো বার্নাব্যুতে বার্সেলোনাকে আতিথ্য দেবে রিয়াল মাদ্রিদ। হাইভোল্টেজ এই লড়াই ঐতিহাসিকভাবে অনেক সমৃদ্ধ। এ ছাড়া এমন ম্যাচকে ভাবা হয় লা লিগার শিরোপা নির্ধারণী লড়াই–ও। অবশ্য স্প্যানিশ এই সর্বোচ্চ প্রতিযোগিতায় দু’বার মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সা-রিয়াল। এখন পর্যন্ত দুই দল ২৬১ ম্যাচে মুখোমুখি হয়ে বার্সা ১০৪ এবং রিয়াল ১০৬ ম্যাচে জিতেছে। ড্র হয়েছে বাকি ৫১ ম্যাচ।