ক্রীড়াঙ্গনে বার্ষিক আয়ের শীর্ষে এবারও রোনালদো
লম্বা সময় ধরেই বৈশ্বিক ক্রীড়াঙ্গনে বার্ষিক আয়ের শীর্ষে অবস্থান করছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। এবারও যথারীতি সেটি ধরে রেখেছেন আল-নাসরের এই তারকা ফরোয়ার্ড। ফুটবলারদের মধ্যে আয়ের দিক থেকে তার পরই অবস্থান আরেক মহাতারকা লিওনেল মেসির। এ ছাড়া ১৮ বছর বয়সেই বড় তারকা বনে যাওয়া লামিনে ইয়ামালও শীর্ষ দশে ঢুকে পড়েছেন।
শীর্ষ ১০ ফুটবলারের বার্ষিক আয়
ক্রিশ্চিয়ানো রোনালদো — ২৮০ মিলিয়ন ডলার
লিওনেল মেসি — ১৩০ মিলিয়ন ডলার
করিম বেনজেমা — ১০৪ মিলিয়ন ডলার
কিলিয়ান এমবাপে — ৯৫ মিলিয়ন ডলার
আর্লিং হালান্ড — ৮০ মিলিয়ন ডলার
ভিনিসিয়ুস জুনিয়র — ৬০ মিলিয়ন ডলার
মোহামেদ সালাহ — ৫৫ মিলিয়ন ডলার
সাদিও মানে — ৫৪ মিলিয়ন ডলার
জুড বেলিংহাম — ৪৪ মিলিয়ন ডলার
লামিনে ইয়ামাল — ৪৩ মিলিয়ন ডলার