অধারাবাহিক ও কাণ্ডজ্ঞানহীন ব্যাটিং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পুরোনো রোগ
অধারাবাহিক ও কাণ্ডজ্ঞানহীন ব্যাটিং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পুরোনো রোগ। সেই রোগ সারানোর লক্ষ্যে বড় প্রত্যাশা নিয়ে মোহাম্মদ সালাউদ্দিনকে বাংলাদেশ দলের কোচ করা হয়েছিল গত বছর। কিন্তু ফিল সিমন্স-মোহাম্মদ সালাউদ্দিন জুটি এখন পর্যন্ত ওয়ানডেতে ব্যর্থ। তাদের অধীনে নিজেদের প্রিয় ফরম্যাটের মেরিটই যেন বুঝতে পারছেন না বাংলাদেশি ব্যাটাররা। ক্রিকেটারদের বেসিক আর কমনসেন্স নিয়ে নাকি কাজ করছেন সালাউদ্দিন। সেই কমন সেন্সেরই যেন বড্ড অভাব!
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে ডেভিড হেম্প দায়িত্ব ছাড়ার পর নতুন করে সালাউদ্দিনকে ব্যাটিং কোচ করা হয়। বছরের শেষ নাগাদ ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে শুরু হয় সালাউদ্দিনের দায়িত্বভার। পরবর্তীতে তার আমলে এখন পর্যন্ত ১০টি ওয়ানডে ম্যাচ খেলেছে টাইগাররা। যার মধ্যে তারা ৯টিতেই হেরেছে।
পুরো সময়ে সবচেয়ে বড় আলোচনার বিষয় ব্যাটারদের ব্যর্থতা। ১০ ইনিংসের মধ্যে ৬ ম্যাচেই ২৫০ রান পেরোতে পারেনি শান্ত-মিরাজরা। এ ছাড়া ২০০–এর নিচে অলআউট হয়েছে দু’বার, মোটে একবার তারা ৩০০ পেরিয়েছে। ব্যাটারদের ধারাবাহিকতা নেই, এমনকি দিনের পর দিন একইভাবে উইকেট বিলিয়ে দেওয়ায় কোনো জবাবদিহিতা আছে কি না সেই প্রশ্নও উঠেছে।
ঘরোয়া ক্রিকেটের জনপ্রিয় ও নামকরা কোচ সালাউদ্দিন অধ্যায় শুরুর আগে ক্রিকেটসংশ্লিষ্টদের মাঝে প্রত্যাশার পারদ ছিল আকাশসম। কারণ তার অধীনে ঘরোয়া ক্রিকেটের দলগুলো ট্রফি জিতে আসছে। সেই কোচ জাতীয় দলে যুক্ত হওয়ার পর ব্যাটারদের খেলার ধরন ও মানসিকতা বদলে যাবে বলে ধারণা করা হচ্ছিল। পাশাপাশি ধারাবাহিক পারফরম্যান্স করতে পারেন ব্যাটাররা! কিন্তু সময়ের পরিক্রমায় সেই প্রত্যাশার বেলুনটা ধীরে ধীরে মিইয়ে যাচ্ছে।
প্রধান কোচ ফিল সিমন্স ও সালাউদ্দিনের জুটি এখন পর্যন্ত ওয়ানডে ফরম্যাটে কোনো ইতিবাচক বার্তা দিতে পারেনি। নিজেদের সবচেয়ে পছন্দের ফরম্যাটে বাংলাদেশ দল যেন হারিয়ে ফেলেছে আত্মবিশ্বাস, কৌশল আর স্বাভাবিক ক্রিকেটবোধ। যদিও দলের ভেতর থেকে শোনা যায়, সালাউদ্দিন খেলোয়াড়দের নিয়ে বেসিকসহ সব ধরনের কাজ করছেন বেশ জোরেশোরে। এখন প্রশ্ন উঠেছে– এই ‘বেসিক শেখানো’র ভিড়ে রান করার শিক্ষাটাই কি হারিয়ে যাচ্ছে? ব্যাটাররা যেন ভুলে যাচ্ছেন, ম্যাচ জিততে হলে কথা নয়, রানটাই আসল মুদ্রা।
সাম্প্রতিক সময়ের টি-টোয়েন্টি সিরিজগুলোয় ভালো করলেও, ওয়ানডেতে বাংলাদেশের দলীয় ব্যর্থতা দিনের আলোর মতো পরিষ্কার। পরিকল্পনায় ঘাটতি, ব্যাটিং অর্ডারে হুটহাট পরিবর্তন আর শট নির্বাচনে দায়সারা মনোভাব। সব মিলিয়ে প্রিয় ফরম্যাটেই বাংলাদেশ যেন নিজেদের হারিয়ে খুঁজছে। সমর্থকদের আক্ষেপ– প্রত্যাশা ছিল বদলে দেবেন কোচ, কিন্তু মাঠে সেই আগের গল্পেরই দেখা মিলছে। সালাউদ্দিন কবে দেখাবেন প্রতিশ্রুত সেই রূপ– সেটাই এখন বড় প্রশ্ন। জাকের আলি অনিকের মতো ব্যাটাররা নিয়মিত ব্যর্থ হলেও নিয়মিত একাদশে জায়গা পাচ্ছেন। এক্ষেত্রে সালাউদ্দিনের বড় ভূমিকা দেখছেন অনেকেই।