মৌসুমের প্রথম ম্যাচেই মেসির গোল

0

জানুয়ারির দলবদলে বেশ ব্যস্ত সময় পার করছে লিওনেল মেসির ইন্টার মায়ামি। চলতি সপ্তাহেই তারা দলে টেনেছে নতুন ৪ মুখকে। এরইমাঝে মাঠে নামতে হয়েছে মৌসুমের প্রথম ম্যাচে। যদিও ফ্রেন্ডলি ম্যাচ, তবু নতুন কোচ হ্যাভিয়ের মাশ্চেরানোর অধীনে ইন্টার মায়ামির খেলার ধরণটা কেমন হয়, সেটার দিকেই চোখ ছিল ভক্তদের। আর লিওনেল মেসির মাঠে ফেরার ক্ষণটাও মিস করার মতো না।

ক্লাব আমেরিকার বিপক্ষে ফ্রেন্ডলি ম্যাচেও অবশ্য আগ্রহী সেসব দর্শকদের নিরাশ করেননি মেসি। মৌসুমের প্রথম ম্যাচে নেমেই পেয়েছেন গোলের দেখা। ইন্টার মায়ামির এই মৌসুমের প্রথম গোলটা এসেছে দলের বড় তারকার কাছ থেকেই। ম্যাচের ৩৪ মিনিটে সুয়ারেজের ভাসানো বলে গোলপোস্টের কাছ থেকে মাথা ছুঁইয়ে গোল করেন লিওনেল মেসি। শেষ পর্যন্ত ৯০ মিনিটে ২-২ গোলে ড্র হয় ম্যাচ। পেনাল্টি শ্যুটআউটে ৩-২ ব্যবধানে জয় পায় মায়ামিই।

যদিও ম্যাচের ৩০তম মিনিটে আগে গোল হজম করে তারাই। ক্লাব আমেরিকার ব্রায়ান রদ্রিগেজ মায়ামি রক্ষণকে বোকা বানিয়ে দারুণ এক প্লেসিং পাস দেন সামনে। স্লাইড করে তাতে পা ছোঁয়ান হেনরি মার্টিন। ক্লাব আমেরিকার লিড ১-০ গোলে। ৩৪ মিনিটেই সমতায় ফেরে ইন্টার মায়ামি। জর্দি আলবার ক্রস প্রতিপক্ষ ডিফেন্ডারের কাছে বাঁধা পেয়ে পড়েছিল লুইস সুয়ারেজের সামনে। সেখান থেকে আলতো চিপ আর মেসির হেড।

ম্যাচের ৫২ মিনিটে মায়ামি ডিফেন্সের হাস্যকর ভুলে আবার লিড নেয় ক্লাব আমেরিকা। ইসরায়েল রেয়েস সহজ গোলে ম্যাচের স্কোরশিটে আনেন পরিবর্তন। ম্যাচের ৬৬ মিনিটে তুলে নেয়া হয় মেসি-সুয়ারেজসহ প্রথম একাদশের প্রায় সবাইকে।

ইন্টার মায়ামির হয়ে সমতা আনেন টমাস এভিলস। যোগ করা সময়ে কর্নার থেকে হেডে গোল করে ম্যাচে আনেন সমতা। ম্যাচ যায় পেনাল্টি শ্যুটআউটে। সেখানে প্রথম ৫ শটে দুই দলই মিস করেছে ৩টি করে। শেষ পর্যন্ত সাডেন ডেথে ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত করে ইন্টার মায়ামি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com