এক ঝলকে
ফেইসবুক হ্যাকড, আতঙ্কে নওশাবা
ফেইসবুক অ্যাকাউন্ট হারিয়ে আতঙ্কে দিন পার করছেন অভিনেত্রী নওশাবা আহমেদ। সম্প্রতি হ্যাকড হয়েছে তার ফেইসবুক অ্যাকাউন্ট। শেষ খবর পাওয়া পর্যন্ত তার অ্যাকাউন্টটি উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশের সাইবার ক্রাইম শাখা। গত বুধবার দুপুরে হঠাৎ করেই নওশাবা নিজের ফেইসবুক অ্যাকাউন্টটিতে লগইন করতে পারছিলেন না। সঙ্গে সঙ্গে ঘটনাটি বাংলাদেশ পুলিশের সাইবার ক্রাইম ইউনিটকে অবহিত করেন তিনি। নওশাবা জানান, যথেষ্ট আন্তরিকতার সঙ্গে তার জন্য কাজ করছে বাংলাদেশ পুলিশ। কদিন আগে নওশাবার নামে ফেইসবুকে বেশ কয়েকটি নকল অ্যাকাউন্ট খোলা হয়। সেই অ্যাকাউন্টগুলো থেকে তার পরিচিতজন ও বন্ধুদের সঙ্গে যুক্ত হতে চেষ্টা করা হয়। বন্ধুদের মধ্যে কয়েকজন বিষয়টি নওশাবাকে অবহিত করলে তিনি ফেইসবুকে একটি পোস্ট দিয়ে সবাইকে সতর্ক করেন। নওশাবা বলেন, ‘আমি বিখ্যাত কেউ নই। জীবনযুদ্ধে ধরাশায়ী একজন অভিনেত্রী। আমার অ্যাকাউন্ট হ্যাক করে কার কী লাভ, জানি না।’
গত সোমবার সিরাজগঞ্জে প্রতিবন্ধীদের একটি স্কুলের যুগপূর্তি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন নওশাবা ও তার পুতুলেরা। নওশাবার পরিচালনায় পুতুলনাট্য ‘মুক্তি আলোয় আলোয়’-এ কাজ করেন সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজডে (সিআরপি) চিকিৎসা পাওয়া পক্ষাঘাতগ্রস্ত শিল্পীরা।
ইটিভিতে চীনা ড্রামা সিরিজ ‘মূ’
একুশে টেলিভিশনে গতকাল থেকে প্রচার শুরু হয়েছে বাংলায় ডাবিং করা চীনা ড্রামা সিরিজ ‘মূ’। ১০০ পর্বের এই সিরিজে চীনা মিং সাম্রাজ্যের অভ্যন্তরীণ দ্বন্দ্ব, ষড়যন্ত্র, ঘৃণা ও ভালোবাসার ঘটনাপ্রবাহ তুলে ধরা হয়েছে। চীনের ঐতিহাসিক প্রেক্ষাপটে তৈরি করা ড্রামা সিরিজটি পরিচালনা করেছেন রিংগো ইয়ু। ওয়াং জুয়ানের চিত্রনাট্যের এই সিরিজটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টা ও রাত সাড়ে ১০টায় ড্রামা সিরিয়ালটি প্রচার হবে একুশে টেলিভিশনে। ২০১২ সালে সিরিজটি প্রথম চীনের সরকারি স্টেশন সিসিটিভিতে ‘টার্বুলেন্স অব দ্য মু ক্লেন’ নামে প্রচারিত হয়। মিং সাম্রাজ্য ১৩৬৮ থেকে ১৬৪৪ সাল পর্যন্ত প্রায় ৩০০ বছর চীন শাসন করে। ‘মূ’ ড্রামা সিরিজটি মূলত চীনা সাম্রাজ্যের রাজপরিবারের দ্বন্দ্ব ও ঘটনাপ্রবাহ নিয়ে নির্মিত। সিরিজের কাহিনীচিত্রে দেখা যায়, রাজপরিবারের সদস্যরা ক্ষমতার লোভে নিজেদের মধ্যে সর্বদা যুদ্ধ-বিগ্রহে লিপ্ত থাকত। সাধারণ পরিবার থেকে আসা আলেকু পাঁচ বছর বয়সে হৃদয়ে প্রতিশোধের আগুন নিয়ে ‘মূ’ পরিবারকে ধ্বংস করার লক্ষ্যে রাজ-পরিচারিকা হিসেবে প্রাসাদে প্রবেশ করে। দীর্ঘ বিশ বছর ‘মূ’ পরিবারের সঙ্গে অতিবাহিত করেও তার প্রতিশোধের আগুন নেভেনি। কিন্তু এই দীর্ঘ পরিক্রমায় আলেকু রাজপরিবারের অন্যতম সদস্য মূ জেং-এর সঙ্গে গভীর প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে, যা রাজপরিবার কোনোভাবেই মেনে নিতে পারে না।
বিবারের নতুন অ্যালবাম ‘চেঞ্জেস’
ভ্যালেন্টাইনস ডে’তে মুক্তি পেয়েছে পপশিল্পী জাস্টিন বিবারের বহু প্রতীক্ষিত গানের অ্যালবাম ‘চেঞ্জেস’। ভালোবাসা দিবসেই সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রামে একটি সংক্ষিপ্ত পরিচিতির সঙ্গে তার অ্যালবামের মুক্তির ঘোষণা দেন জাস্টিন বিবার। ইন্সটাগ্রাম পোস্টে জাস্টিন বিবার লেখেন, আপনাদের ভালোবাসার জন্য ধন্যবাদ। ‘চেঞ্জেস’-এর যাত্রা শুরু করতে আর বিলম্ব নয়। এখন থেকেই ‘চেঞ্জেস’ অ্যালবাম বিক্রি শুরু হচ্ছে।
ইন্সটাগ্রামে প্রকাশিত প্রোমোতে জাস্টিনের স্ত্রী হেইলি বল্ডউইনের মুখে অ্যালবামের গানগুলোর উচ্ছ্বসিত প্রশংসা শোনা গেছে। সে সঙ্গে তিনি জাস্টিনকে তার অ্যালবামের জন্য অভিনন্দনও জানান। হেইলি বল্ডউইন তার ইন্সটাগ্রামে অ্যালবামের একটি পোস্টার শেয়ার করে লেখেন, সবাই এখন এই অ্যালবামের গান শুনতে পাচ্ছে। এর চেয়ে সুখের আর কিছু নেই। আমার কাছে তোমাকে (জাস্টিন বিবার) নিয়ে এর চেয়ে বড় গর্বের আর কিছু নেই। আরও অনেক ভালোবাসা তোমার জন্য। চমৎকার এই অ্যালবামের জন্য তোমাকে অনেক অনেক অভিনন্দন।