জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থান: বর্ণনা দিতে গিয়ে কাঁদলেন কাঁদালেন নিহতের স্বজনরা

0

জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত ও আহত ব্যক্তিদের জন্য স্মরণসভা করেছে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসন। এতে যোগ দেন ঢাকায় আন্দোলনে নিহত তারেক হোসেন ও মতিউর রহমানের পরিবারের সদস্য এবং আহতরা। ঘটনার বর্ণনা দিয়ে কাঁদেন স্বজনরা। এ সময় উপস্থিত লোকজনও আবেগাপ্লুত হয়ে পড়েন।

গতকাল শনিবার শহরের শহীদ সাটু হল অডিটোরিয়ামে এ স্মরণসভার আয়োজন করা হয়। এতে বক্তব্য দেন আন্দোলনে নিহত তারেক হোসেনের বাবা আসাদুল ইসলাম ও মতিউর রহমানের সহধর্মিণী রোজিনা বেগম। আন্দোলনে দু’জনের নিহত হওয়ার আগে ও পরের দিনগুলোর বর্ণনা দেন তারা।

এ সময় জেলা প্রশাসক আব্দুস সামাদ, জেলা পরিষদের প্রশাসক আফাজ উদ্দিন, পুলিশ সুপার রেজাউল করিম, সিভিল সার্জন এসএম মাহমুদুর রশিদসহ আন্দোলনে আহত ও নিহতদের স্বজন এবং জেলার বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী ও বিভিন্ন দপ্তরের প্রধানরাও অংশ নেন।

সভায় নিহত দু’জনের পরিবার ও আহত ১৩ জনকে জেলা পরিষদের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এর আগে সভার শুরুতে আহত ও নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

আসাদুল ইসলাম ও রোজিনা বেগম তাদের বক্তব্যে বলেন, যারা দেশের জন্য জীবন দিলেন, তাদের রেখে যাওয়া সোনার বাংলা যেন কোনো অপশক্তি কেড়ে নিতে না পারে– সেদিকে নজর রাখতে হবে। দেশ নিয়ে বর্তমানে ষড়যন্ত্র হচ্ছে। প্রয়োজনে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তারা।

জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুর রাহিম আন্দোলন শুরুর দিনের বর্ণনা দিয়ে অতীত থেকে শিক্ষা নিয়ে জনগণের জন্য প্রশাসনকে কাজ করার আহ্বান জানান। সিভিল সার্জন এস এম মাহমুদুর রশিদ বলেন, হাসপাতালে ভর্তি হওয়া আহতদের তালিকাও ছিঁড়ে নিয়ে গেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এতে সঠিক তথ্য জানা সম্ভব হয়নি। অনেকে অজানা আতঙ্কে ঠিকমতো চিকিৎসাসেবাও নিতে পারেননি।

ইচ্ছে থাকা সত্ত্বেও গণঅভ্যুত্থানে অংশ নিতে পারেননি দাবি করে পুলিশ সুপার রেজাউল করিম বলেন, আন্দোলন চলাকালে দায়ের করা সব মামলা ন্যায়বিচারের স্বার্থে তদারক করা হচ্ছে। জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ বলেন, শিক্ষার্থীদের গণঅভ্যুত্থানে অর্জিত নতুন বাংলাদেশ রক্ষায় বদ্ধপরিকর তারা।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com