মোশাররফ করিমের পাগলামী
জীবনের ওপর দারুণ অতিষ্ঠ জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। বয়স বেড়ে যাচ্ছে কিন্তু কোনো চাকরি হচ্ছে না। এদিকে তার বেকারত্বের কারণে প্রেমিকার অন্যত্র বিয়ে ঠিক হয়ে যায়। পরিবারে বাবা-মায়ের কাছ থেকেও নানা রকম কথা শুনতে হচ্ছে তাকে। হতাশায় তিনি সবার কাছ থেকে পালিয়ে বেড়ানোর সিদ্ধান্ত নেন। কিন্তু কীভাবে পালিয়ে বেড়াবেন? পালানোর জন্য তিনি শুরু করেন পাগলামী। ‘পাগলে কি না বলে’ শিরোনামের একটি নাটকে এভাবে দেখা যাবে মোশাররফ করিমকে। একজন যুবকের বেকারত্বের অভিশপ্ত দিনগুলো এ নাটকে তিনি তুলে ধরেছেন বলে মন্তব্য করেন এ অভিনেতা।
এতে তার বিপরীতে অভিনয় করেছেন তাসনিয়া ফারিন। মেহরাব জাহিদের রচনায় নাটকটি নির্মাণ করেছেন আনিসুর রহমান রাজিব। নির্মাতা বলেন, আমাদের সমাজে বেকারত্বের সংখ্যা বাড়ছে। অনেকেই বেকারত্বের কারণে হতাশায় ভোগেন। কেউ তাদের পাশে সেই সময় থাকতে চায় না। এ নাটকে আমি সেই বিষয়টি তুলে ধরার চেষ্টা করেছি। গল্পে দর্শক একটি সামাজিক বার্তা পাবে।