দুর্নীতিবাজদের অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করার দাবি ইসলামী আন্দোলনের

0

দুর্নীতিবাজদের অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করার দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করীম। সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুর শহরের জনতা ব্যাংকের মোড়ে এক গণসমাবেশে তিনি এ দাবি করেন।

সৈয়দ ফয়জুল করীম বলেন, শেখ হাসিনা সরকারের আমলে মানুষের বাক স্বাধীনতা ছিল না। সরকারের মন্ত্রী-এমপিরা জনগণের সম্পদ লুণ্ঠন ও অর্থপাচারের মাধ্যমেই তারা বিভিন্ন অপকর্মে লিপ্ত ছিল। বিগত সরকার যে পরিমাণ অত্যাচার করেছে তা এদেশের মানুষ ভুলতে পারবে না। সরকারে থাকা পলাতকদের অবিলম্বে দেশের মাটিতে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করাতে হবে। সেই সাথে দুর্নীতিবাজদের অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ঘোষণা দিতে হবে।

সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানিয়ে নায়েবে আমির বলেন, ইসলামী রাষ্ট্র কায়েম করলে জনগণের সম্পদ লুণ্ঠন হবে না, আমাদের নারীরা অবাধে ধর্ষণ হবে না এবং অবৈধভাবে সম্পদ বিদেশে পাচার সম্ভব হবে না।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com