ঠাকুরগাঁ সীমান্তে বিএসএফের গুলিতে স্বর্ণা ও জয়ন্ত হত্যা: যশোরে বিক্ষোভ

0

ঠাকুরগাঁ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক স্বর্ণা রানী দাশ ও জয়ন্ত সিংহ নামে দুই বাংলাদেশি কিশোর-কিশোরীকে হত্যার প্রতিবাদে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট যশোর জেলার উদ্যোগে শনিবার (১৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় যশোর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন হয়।

সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব নির্মল কুমার বিটের সভাপতিত্বে ঘণ্টাব্যাপী মানববন্ধনে শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘স্বাধীনতার পর আমরা ভারতকে বন্ধু হিসেবে দেখেছি। কিন্তু ভারত বাংলাদেশকে কখনোই বন্ধু ভাবেনি। তারা নিয়মিত সীমান্তে নিরীহ বাংলাদেশি নাগরিককে অন্যায়ভাবে গুলি চালিয়ে হত্যা করছে। এজন্য সীমান্তে হত্যা বন্ধে সরকারকে এখনই কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।’

মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সদস্যসচিব অলোক কুমার ঘোষ, বিষ্ণুপদ সাহা, অসীম কুমার মণ্ডল, সুদীপ্ত কুমার ঘোষ, মানিক সাহা। সংহতি জানিয়ে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সালসহ অন্যান্যরা।

উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বর মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে স্বর্ণা রানী দাশ (১৪) নামে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে বিএসএফ গুলি করে হত্যা করে। সেদিন রাতে মা সঞ্জিতা রানী দাশের সঙ্গে ভারতের ত্রিপুরায় থাকা ভাইকে দেখতে যাওয়ার সময় এই ঘটনা ঘটে।

এর সপ্তাহখানেক পর গত ৯ সেপ্টেম্বর ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি এলাকায় বিএসএফ টহল দল বাংলাদেশি নাগরিক জয়ন্ত কুমার সিংহকে (১৫) গুলি করে হত্যা করে। এ ঘটনায় কর্তৃক তীব্র নিন্দা জানায় বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি)।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com