এক ঝলকে

0

আজ শিল্পকলায় ‘ত্রিংশ শতাব্দী’

নাট্য সংগঠন স্বপ্নদলের প্রশংসিত প্রযোজনা ‘ত্রিংশ শতাব্দী’র ১১১তম মঞ্চায়ন অনুষ্ঠিত হবে আজ সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে। বাদল সরকারের মূল রচনা অবলম্বনে যুদ্ধবিরোধী গবেষণাগার নাট্য ‘ত্রিংশ শতাব্দী’র রূপান্তরসহ নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। নাটক মঞ্চায়নের পূর্বে ‘ফেস্টিভ্যাল/টোকিও ২০২৮’র আমন্ত্রণে ‘ত্রিংশ শতাব্দী’ ও টোকিওর বাংলাদেশ দূতাবাসের আমন্ত্রণে ‘হেলেন কেলার’সহ স্বপ্নদলের জাপান ভ্রমণ নিয়ে নির্মিত ডকুমেন্টারি ‘স্বপ্ন উড়াল : সূর্যোদয়ের দেশে’ প্রদর্শিত হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষে শ্রদ্ধাঞ্জলি জানাতে ভারতের অন্যতম নাট্যদল ‘অনীক’ আয়োজিত সপ্তাহব্যাপী ‘দ্বাবিংশ গঙ্গা যমুনা নাট্য উৎসব’-এর দ্বিতীয় দিন কলকাতার তপন থিয়েটারে ‘ত্রিংশ শতাব্দী’ মঞ্চায়নের জন্য আমন্ত্রিত হয়েছে স্বপ্নদল। যুদ্ধোন্মাদনার বিরুদ্ধে শৈল্পিক প্রতিবাদ ‘ত্রিংশ শতাব্দী’র মূল কাহিনী পৃথিবীর ইতিহাসের সবচেয়ে কলঙ্কজনক অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে জাপানের হিরোশিমা-নাগাসাকির আণবিক বোমা বিস্ফোরণের অপ্রত্যাশিত পরিণতি।

ভালোবাসার দিনে মালদ্বীপে দীপবীর

ভালোবাসা দিবস সামনে রেখে মালদ্বীপে উড়াল দিয়েছেন বলিউডের লাভবার্ড দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। সেখানেই উদযাপন করবেন ভালোবাসার দিন। মালদ্বীপ থেকে বালুর ওপর পড়ে থাকা দু’জোড়া জুতার ছবিও ইন্সটাগ্রামে আপলোড করেছেন দীপিকা। ক্যাপশনে লিখেছেন, ‘তোমরাই আমাকে পথ দেখাও।’ হ্যাশট্যাগে আবার লেখা ‘আমাদের ছুটির গন্তব্য’। রণবীর সিং ইন্সটাগ্রামে ‘জয়েস ভাই জোরদার’ ছবির শ্যুটিং  শেষের খবর দিয়েই স্ত্রীর সঙ্গে ছুটেছেন ছুটি কাটাতে। মালদ্বীপ ঘুরতে ভালোবাসেন দীপিকা। অবশ্য মালদ্বীপ রণবীর সিংকেও সমানভাবে আকর্ষণ করে। ১০ এপ্রিল মুক্তি পাবে রণবীর সিং অভিনীত ‘এইটি থ্রি’। এতে রণবীরের স্ত্রী হবেন দীপিকা। ‘তাখত’ ছবিতেও আছেন রণবীর। অন্যদিকে দীপিকা পাড়ুকোনকে দেখা যাবে হলিউডের ২০১৫ সালের হিট ছবি ‘দ্য ইন্টার্ন’-এর হিন্দি রিমেকে। সেখানে দীপিকা পাড়ুকোনের সঙ্গে পর্দা শেয়ার করবেন ঋষি কাপুর। শকুন বাত্রার একটি ছবিতেও দেখা যাবে দীপিকাকে। সেই ছবিতে আরও থাকবেন অনন্যা পাণ্ডে ও ‘গালিবয়’খ্যাত সিদ্ধান্ত চতুর্বেদী। আপাতত সব কাজ ভুলে সময়টাকে কেবলই উপভোগ করছেন রণবীর-দীপিকা। শিগগির ইন্সটাগ্রামে দেখা যাবে তাদের ভ্রমণের চমৎকার সব ছবি।

তানভীর তারেকের নানামাত্রিক ব্যস্ততা

সারা বছর সংগীত, লেখালেখি আর উপস্থাপনা নিয়ে ব্যস্ত করেন তানভীর তারেক। কাজের

স্বীকৃতিস্বরূপ সেরা সংগীত পরিচালক হিসেবে পেয়েছেন চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড। অন্যান্য ক্ষেত্রেও পেয়েছেন অনেক সম্মাননা। এবারের বইমেলায় এসেছে তার নতুন গল্পগ্রন্থ ‘তোমার কথা বলিতে ব্যাকুল’। তিনি বলেন, ‘ফেব্রুয়ারি মাসটা স্বাভাবিকভাবেই ব্যস্ত থাকতে হয় বইমেলা ও ভালোবাসা দিবসের কাজ নিয়ে। এবার বইমেলায় আমার নবম গ্রন্থ প্রকাশ হয়েছে। গল্পের বই হিসেবে এটি চতুর্থ। ছোটগল্প, বড়গল্প মিলিয়ে ১৫টি গল্প আছে। এর ভেতরে বেশকটি গল্পের চিত্রনাট্যের কাজ চলছে, তা দিয়ে নাটক ও ওয়েব সিরিজ হবে। সবচেয়ে আনন্দের জায়গা হলো, এ বইয়ের বেশকটি গল্প বিভিন্ন সময়ে নানা সাহিত্যপত্রে প্রকাশিত হয়েছে। সেগুলো পড়ে সৈয়দ মনজুুরুল ইসলাম থেকে শুরু করে দেশের গুণী মানুষরা প্রশংসা করেছেন। এ অনুপ্রেরণা আমার লেখক জীবনের অন্যতম পুরস্কার।’ আপনার গল্প থেকে নাটক হচ্ছে। এটা কীভাবে দেখেন জানতে চাইলে তানভীর তারেক বলেন, ‘এটা যৌক্তিক যেকোনো কথাসাহিত্যকে নাটক সিনেমা হিসেবে উপস্থাপন করা মানে সাহিত্যেও ভাবনাটাকে আটকে ফেলা। কিন্তু এ ব্র্যান্ডিংয়েরও প্রয়োজন আছে। বিভূতি, সুনীল, হুমায়ূন আহমেদের সাহিত্য নাটক, চলচ্চিত্রের মাধ্যমে পাঠকের কাছে আরও বিস্তৃত হয়েছে। সাহিত্যের দৃশ্যায়ন অনেকটা লেখকের সাহিত্যকর্মের ট্রেইলারের মতো। যা দেখে পাঠকে লেখকের অন্যসব লেখায় মুগ্ধতা নেওয়ার জন্য ছুটে আসে।’ তানভীর তারেক এখন দুটি চলচ্চিত্রের গানের কাজ করছেন। প্রয়াত সংগীতশিল্পী সুবীর নন্দীর আটটি গান নিয়ে অ্যালবাম প্রকাশের প্রস্তুতি নিচ্ছেন। এছাড়া নবাগত গায়ক রাকেশের ১০টি গানের একটি অ্যালবামের কাজ শেষ করেছেন। এর বাইরে কিছু কপিরাইট ফ্রি ইন্সট্রুমেন্টাল তৈরির কাজ চলছে যা তার নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com