নতুন উদ্যমে ফিরেছি

0

ছোটপর্দার জনপ্রিয় মডেল-অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর। মাঝে সিনেমার শ্যুটিং নিয়ে ব্যস্ত থাকলেও এখন আবার টিভি নাটকে ব্যস্ত হয়ে পড়েছেন। তার সঙ্গে কথা বলেছেন মাসিদ রণ

বিজ্ঞাপন ও ওয়েব সিরিজ…

আজ প্রাণ গ্রুপের অলটাইম ব্রেডের একটি টিভিসিতে কাজ করছি। এতে শুধু আমাকেই দেখা যাবে। সম্প্রতি একটি ওয়েব সিরিজের কাজ শেষ করেছি। নিজের ইউটিউব চ্যানেলের জন্য এটি নির্মাণ করেছেন জনপ্রিয় নির্মাতা মাবরুর রশীদ বান্নাহ। এর নাম ‘স্টুপিড’। এখানে আমি খুবই ঝগড়াটে একটি মেয়ের চরিত্রে রূপদান করেছি।

প্রথম চলচ্চিত্রে কাজের অভিজ্ঞতা…

শাহনেওয়াজ কাকলীর ‘ফ্রম বাংলাদেশ’ শিরোনামের চলচ্চিত্রে আমাকে প্রথমবারের মতো দেখা যাবে। গেল বছরের ১০ অক্টোবর থেকে শ্যুটিং শুরু করি। মুক্তিযুদ্ধের সময়কার প্রেক্ষাপট নিয়ে এ সিনেমার গল্প। চলতি বছরেই এটি দর্শক দেখতে পাবেন বলে আশা করছি। এতে আরও অভিনয় করেছেন শক্তিমান অভিনেত্রী ফেরদৌসী মজুমদার। ভালো গল্প পেলে চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করতে চাই।

ভালোবাসা দিবসে নেই…

সিনেমার শ্যুটিংয়ের পরপরই ইচ্ছা ছিল খন্ড নাটকগুলোর কাজ করার। কিন্তু তার মধ্যে আমার মা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। মাকে নিয়ে হাসপাতালে থাকতে হয়েছে আমাকে। এজন্য ভালোবাসা দিবসের অনেকগুলো খন্ড নাটকের কাজ ফিরিয়ে দিয়েছি। কিন্তু এরই মধ্যে দুটি খন্ড নাটক করেছি। একটির নাম ‘খোকাবাবু’, অন্যটি ‘নীল পাথরের অন্তর্দাহ’। নাটক দুটিতে জুটিবদ্ধ হয়েছি সালাউদ্দিন লাভলু ও চঞ্চল চৌধুরীর সঙ্গে। তবে সেগুলো ভালোবাসা দিবসে প্রচার হবে না। তার মানে, এ বছর ভালোবাসা দিবসের কোনো কাজই করা হয়নি। কিন্তু কিচ্ছু করার নেই, মায়ের সুস্থতা সবার আগে। সবাই তার জন্য দোয়া করবেন।

ধারাবাহিকে ব্যস্ততা…

মাঝে নাটকে বিরতি দিলেও এখন পূর্ণ উদ্যমে কাজ করছি। অনেক ধারাবাহিক নাটক প্রচার হচ্ছে। নতুন কয়েকটি ধারাবাহিকের কাজও শুরু করেছি। আমার অভিনীত ধারাবাহিকগুলোর মধ্যে রয়েছে আশরাফুজ্জামানের ‘হ্যামিলনের বাঁশিওয়ালা এখন ঢাকায়’, সকাল আহমেদের ‘শান্তিপুরের অশান্তি’, জাহিদ হাসানের ‘হুলস্থূল’, সৈয়দ শাকিলের ‘ফান ফ্যাক্টরি ২’, আল হাজেনের ‘ছায়াছবি’, শাহিদ আহমেদের ‘আমাদের গ্রাম, আমাদের শহর’ ও এশিয়ান টিভিতে ‘শান্তি মলমের দাম ১০ টাকা’। ফরিদ আহমেদের নতুন একটি ধারাবাহির নাম এখন মনে পড়ছে না।

ধারাবাহিকের জনপ্রিয়তা নিয়ে প্রশ্ন…

আমাদের এখন টেলিভিশন চ্যানেলের সংখ্যা অনেক বেশি। প্রতিটি চ্যানেলে প্রতিদিন একাধিক ধারাবাহিক নাটক প্রচার হচ্ছে। যার কারণে কখন কোন চ্যানেলে কোনটি যাচ্ছে দর্শক তা সঠিকভাবে জানেন না। আমি মনে করি, আমাদের নাটক ভালো ভালো গল্পে নির্মাণ হচ্ছে। কিন্তু দর্শকের কাছে সেগুলো সঠিকভাবে পৌঁছানো যাচ্ছে না বলে এমন নেতিবাচক কথা শুনতে হচ্ছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com