হেলিকপ্টারে ওঠার সময় পা পিছলে পড়ে গেলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা

হেলিকপ্টারে ওঠার সময় পা পিছলে পড়ে গেলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার (২৭ এপ্রিল) ভারতের পশ্চিমবঙ্গের দুর্গাপুরে এই ঘটনা ঘটে। ভোটের প্রচারের জন্য দুর্গাপুর থেকে পশ্চিম বর্ধমানের আসানসোলের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য হেলিকপ্টারে চড়তে যাচ্ছিলেন তিনি।

সংবাদ সংস্থা এএনআইর একটি ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, গাড়ি থেকে নেমে হেলিকপ্টারের দিকে এগিয়ে যান মমতা। সিঁড়ি বেয়ে উপরে ধীরে ধীরে হেঁটে ভেতরে প্রবেশও করেন। কিন্তু আসনের সামনে পৌঁছলেই পা পিছলে তিনি পড়ে যান।

এএনআইর বরাতে এনডিটিভি জানিয়েছ, দুর্ঘটনায় সামান্য আহত হয়েছেন মমতা।

আনন্দবাজার পত্রিকার অনলাইনের খবরে বলা হয়েছে, শনিবার আসানসোলে লোকসভা ভোটের দুটি প্রচারসভা আছে মুখ্যমন্ত্রীর। এতে যোগ দেওয়ার উদ্দেশ্যে দুর্গাপুর থেকে হেলিকপ্টারে আসানসোল যাচ্ছিলেন তিনি। এ সময় দুর্ঘটনার শিকার হন। তবে তার আঘাত গুরুতর নয়।

গত ১৪ মার্চ একবার আহত হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাড়িতে পড়ে গিয়ে কপালে আঘাত পেয়েছিলেন। সেই ঘটনায় ক্ষতস্থানে সেলাইও দিতে হয়েছিল। ৪৪ দিন পরে আবার আহত হলেন মমতা। শেষবার কপালে আঘাত লাগার কিছুদিন পরই অবশ্য মাথায় লিউকোপ্লাস্ট লাগিয়ে ভোটের প্রচারে নেমে পড়েছিলেন তিনি।

সম্প্রতি বুদবুদের জনসভায় মমতা বলেন, হেলিকপ্টার হিট চেম্বার হয়ে থাকে। প্রচণ্ড গরমে কষ্ট হচ্ছে, শরীরের জল শুকিয়ে যাচ্ছে। এই গরমে নির্বাচন করা উচিত হয়নি।

Comments (০)
Add Comment