ফিল্মফেয়ার মনোনয়ন

0

ঘোষিত হলো ২০২০ সালের ৬৫তম অ্যামাজন ফিল্মফেয়ার পুরস্কারের মনোনয়ন তালিকা। বলিউডের প্রতীক্ষিত পুরস্কার প্রদান অনুষ্ঠান আয়োজিত হতে চলেছে আগামী ১৫ ফেব্রুয়ারি গুয়াহাটি শহরে। ১৯টি বিভাগে ঘোষণা করা হলো মনোনীতদের নাম। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন নেহা ধুপিয়া

মনোনয়ন তালিকা

মৌলিক কাহিনী : আর্টিকল ১৫, ছিছোরে, গাল্লি বয়, মার্দকো দার্দ নেহি হোতা, বালা, মিশন মঙ্গল, ও সোনচিড়িয়া।

চিত্রনাট্য : আর্টিকল ১৫, গাল্লি বয়, মিশন মঙ্গল, সাঁন্ড কি আঁখ, সেকশন ৩৭৫ ও সোনচিড়িয়া।

সংলাপ : আর্টিকল ১৫, বালা, ছিছোরে, গাল্লি বয়, সোনচিড়িয়া ও সুপার ৩০।

নবাগত পরিচালক : আদিত্য ধর (উরি : দ্য সার্জিকাল স্ট্রাইক), জগন শক্তি (মিশন মঙ্গল), রাজ শা-িল্য (ড্রিম গার্ল), রাজ মেহতা (গুড নিউজ), গাপি পুথরান (মর্দানি ২) ও তুষার হিরানন্দানি (সাঁন্ড কি আঁখ)।

নবাগত অভিনেত্রী : অনন্যা পাণ্ডে ও তারা সুতারিয়া (স্টুডেন্ট অব দ্য ইয়ার ২), প্রানূতন বেহেল (নোটবুক), সাই মঞ্জারেকর (দাবাং ৩), শর্মিন  সেহগাল (মালাল) ও শিবালিকা ওবেরয় (ইয়ে সালি আশিকি)।

নবাগত অভিনেতা : অভিমন্যু দাসানি (মার্দ কো দার্দ নেহি  হোতা), মিজান জাফরি (মালাল), সিদ্ধান্ত চতুর্বেদী (গাল্লি বয়), বর্ধন পুরি (ইয়ে সালি আশিকি), বিশাল জেঠওয়া (মর্দানি ২) ও জাহির ইকবাল (নোটবুক)।

মিউজিক : বিশাল-শেখর (ভারত), অঙ্কুর তিওয়ারি-জোয়া আখতার (গাল্লি বয়), মিঠুন-আমাল মালিক-বিশাল মিশ্র-সাচেত-পরম্পরা-অখিল সচদেবা (কবির সিং), প্রীতম (কলঙ্ক) ও তনিষ্ক বাগচী, অর্কপ্রভ মুখোপাধ্যায়, চিরন্তন ভাট, জসবীর জসিস, গুরমোহ, জয়লীন রয়্যাল (কেশরী)।

গীতিকার : অমিতাভ ভট্টাচার্য (গান-কলঙ্ক  নেহি), ডিভাইন-অঙ্কুর তিওয়ারি (আপনা টাইম আয়েগা), ইরশাদ কামিল (বেখয়ালি), মনোজ মুনতাশির (তেরি মিট্টি), মিঠুন (তুঝে কিতনা চাহনে লাগে) ও তনিষ্ক বাগচী (ভে মাহি)।

গায়িকা : নেহা ভাসিন (গান-চাসনি), পরম্পরা ঠাকুর (মেরে সোনিয়ে), শিল্পা রাও (ঘুংরু), শ্রেয়া  ঘোষাল (ইয়ে আয়িনা), শ্রেয়া ঘোষাল-বিশালী (ঘর মোরে পরদেশিয়া) ও সোনা মহাপাত্র-জ্যোতিকা তাংরি (বেবি গোল্ড)।

গায়ক : অরিজিৎ সিং (গান-কলঙ্ক নেহি), অরিজিৎ সিং (ভে মাহি), নাকাশ আজিজ (সেøা  মোশন), বি প্রাক (তেরি মিট্টি) ও সাচেত ট্যান্ডন (বেখয়ালি)।

সহঅভিনেত্রী : অমৃতা সিং (ফিল্ম-বাদলা), অম্রুতা সুভাষ (গাল্লি বয়), কামিনী কৌশল (কবির সিং), মাধুরী দীক্ষিত (কলঙ্ক), সীমা পাহওয়া (বালা) ও জায়রা ওয়াসিম (দ্য স্কাই ইজ পিংক)।

সহঅভিনেতা : দিলজ্যিৎ দোসাঞ্জ (ফিল্ম-গুড নিউজ), গুলশন দেবাইয়া (মার্দ কো দার্দ নেহি  হোতা), মনোজ পাহওয়া (আর্টিকল ১৫), রণবীর শোরে (সোনচিড়িয়া), সিদ্ধান্ত চতুর্বেদী ও বিজয় বর্মা (গাল্লি বয়)।

চলচ্চিত্র (ক্রিটিক্স) : আর্টিকল ১৫, মার্দ কো দার্দ  নেহি হোতা, ফটোগ্রাফ, সোনচিড়িয়া ও দ্য স্কাই ইজ পিংক।

চলচ্চিত্র (পপুলার) : ছিছোরে, গাল্লি বয়, মিশন মঙ্গল, উরি : দ্য সার্জিকাল স্ট্রাইক ও ওয়ার।

পরিচালক : আদিত্য ধর (উরি), জগন শক্তি (মিশন মঙ্গল), নীতেশ তিওয়ারি (ছিছোরে), সিদ্ধার্থ আনন্দ (ওয়ার) ও জোয়া আখতার (গাল্লি বয়)।

অভিনেত্রী (ক্রিটিক্স) : ভূমি পেডনেকার (সোনচিরিয়া ও সাঁন্ড কি আঁখ), তাপসী পান্নু (সাঁন্ড কি আঁখ), কঙ্গনা রানৌত (জাজমেন্টাল হ্যায় কেয়া), রাধিকা মাদান (মার্দ কো দার্দ নেহি  হোতা) ও সানিয়া মালহোত্রা (ফটোগ্রাফ)।

অভিনেত্রী (পপুলার) : আলিয়া ভাট (গাল্লি বয়), কঙ্গনা রানৌত (জাজমেন্টাল হ্যায় কেয়া), কারিনা কাপুর খান (গুড নিউজ), প্রিয়াঙ্কা চোপড়া (দ্য স্কাই ইজ পিংক), রানী মুখোপাধ্যায় (মর্দানি ২) ও বিদ্যা বালন (মিশন মঙ্গল)।

অভিনেতা (পপুলার) : অক্ষয় কুমার (কেশরী), আয়ুষ্মান খুরানা (বালা), হৃতিক রোশন (সুপার ৩০), শাহিদ কাপুর (কবির সিং), রণবীর সিং (গাল্লি বয়) ও ভিকি কৌশল (উরি)।

অভিনেতা (ক্রিটিক্স) : অক্ষয় খান্না (আর্টিকল ৩৭৫), আয়ুষ্মান খুরানা (আর্টিকল ১৫), নাওয়াজুদ্দিন সিদ্দিকি (ফটোগ্রাফ) ও রাজকুমার রাও (জাজমেন্টাল হ্যায় কেয়া)।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com