ঢাকা মেডিকেল কলেজে রোগীর কাছে ইনজেকশন বিক্রির অভিযোগ

ঢাকা মেডিকেল কলেজে রোগীর কাছে ইনজেকশন বিক্রির অভিযোগে নার্স (ইনচার্জ) মোছা. ফারজানা আক্তার ও সহকারী ইনচার্জ মোছা জেসমিন আক্তারকে আটক করে জিজ্ঞাসাবাদে জন্য হাসপাতাল প্রশাসনিক কক্ষে নেওয়া হয়েছে।

সোমবার (১৮ মার্চ) দুপুর আড়াইটার দিকে ঢামেকের নতুন ভবনের দিকে এ ঘটনা ঘটে।

নতুন ভবনের ৮০২ নম্বর ওয়ার্ডের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আনসার সদস্য মাহবুব ও সাইদুল জানান, দায়িত্বরত নার্সের সহযোগিতায় সরকারি ওষুধ বিক্রি করা হয়েছে। আমাদের সন্দেহ হলে রোগীর প্লাস্টিকের বালতি চেক করে তাতে ভাতের ভেতর থেকে প্রায় ১২ হাজার টাকা মূল্যের সরকারি ওষুধ পাওয়া যায়। পরে দুই নার্স ও রোগীকে হাসপাতাল প্রশাসনিক ব্লকের পরিচালকের কক্ষে নিয়ে যাওয়া হয়।

Comments (০)
Add Comment