ভাবনার এই সময়

0

জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা একটি ধারাবাহিক নাটক প্রচার চলাকালীন অন্য আরেকটি ধারাবাহিকে সাধারণত অভিনয় করেন না। কারণ একটি ধারাবাহিকের চরিত্রই সঠিকভাবে দর্শকের সামনে তুলে ধরতে যথেষ্ট মনোযোগ দরকার। যে কারণে একটি চরিত্রেই নিবেদিত হয়ে ভাবনা অভিনয় করতে ভালোবাসেন। এরইমধ্যে তার অভিনীত নজরুল ইসলাম রাজু পরিচালিত ‘ঘুমন্ত শহরে’ ধারাবাহিকটির প্রচার শেষ হয়েছে। আর এরপরই ভাবনা শুরু করেছেন নতুন ধারাবাহিক নাটক ‘বোকা ভূত’-এর শুটিং। এটি রচনা ও নির্মাণ করছেন অনিমেষ আইচ। দুই বছর পর অনিমেষ আইচের নির্দেশনায় ভাবনা অভিনয় করছেন এ নাটকে। এতে তার চরিত্রের নাম নাবিলা।

এ প্রসঙ্গে ভাবনা বলেন, দূরন্ত টিভিতে প্রচার হবে বলে অনেকেরই ধারণা এটি একটি শিশুতোষ গল্পের নাটক। কিন্তু বিষয়টি আসলে তা নয়। এর গল্প আমাদের পারিবারিক জীবনের। এটি ছোট বড় সব বয়সী দর্শকের নাটক। খুব ভালোলাগছে এই ধারাবাহিকে কাজ করতে। অনিমেষ আইচ একজন মেধাবী নির্মাতা, এটা সবাই জানেন। তাই তার নির্দেশনায় কাজ করা সবসময়ই আমার ভালোলাগে। অনিমেষ  তার এই ধারাবাহিকে সববয়সী চরিত্রের সমন্বয় ঘটিয়েছেন। আমার বিশ্বাস দর্শকের কাছে নাটকটি বেশ উপভোগ্য হয়ে উঠবে। আগামী এপ্রিলে ‘বোকা ভূত’ নাটকটি দূরন্ত টিভিতে প্রচার শুরু হবে। আগামী ১৫ ও ১৬ই ফেব্রুয়ারি শহীদুজ্জামান সেলিমের নির্দেশনায় একুশে ফেব্রুয়ারির একটি বিশেষ নাটকের শুটিংয়ে  অংশ নিবেন ভাবনা। এছাড়া তারও আগে তিনি শামীম ও মাহবুবার নির্দেশনায় আরো দুটি ভিন্ন ভিন্ন নাটকের শুটিংয়ে অংশ নিবেন। এদিকে ভাবনার তৃতীয় উপন্যাস ‘গোলাপী জমিন’ আসছে এবারের গ্রন্থমেলায়। বইটি প্রকাশ হবে ‘তাম্যলিপি’র ব্যানারে। ভাবনা জানান এর প্রচ্ছদ করছেন সব্যসাচী হাজরা।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com