সরাইল গাজায় ‘যুদ্ধে হেরে গেছে’: হিজবুল্লাহর মহাসচিব হাসান নাসরুল্লাহ

ইসরাইল গাজায় ‘যুদ্ধে হেরে গেছে’ বলে মন্তব্য করেছেন হিজবুল্লাহর মহাসচিব হাসান নাসরুল্লাহ। বুধবার এক টেলিভিশন ভাষণে এমন মন্তব্য করেছেন তিনি। খবর আনাদোলু এজেন্সির।

নাসরুল্লাহ বলেন,’ইসরাইলের সেনাবাহিনী আজ সব ফ্রন্টে ক্লান্ত এবং অবসন্ন। তাদের হতাহতের সংখ্যা ঘোষণার চেয়ে অনেক বেশি’ বলে মন্তব্য করেন তিনি।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে উদ্দেশ্য করে নাসরুল্লাহ বলেন, ‘এমনকি এখন যদি আপনি দক্ষিণ গাজার রাফাহতে প্রবেশ করেন, তা হলেও আমি বলব— আপনি যুদ্ধে হেরে গেছেন। সব গণহত্যা সত্ত্বেও হামাস বা গাজার প্রতিরোধকে আপনি নির্মূল করতে পারবেন না। গণহত্যা, ধ্বংস এবং নিহতের মুখেও গাজার জনগণ শক্তি ও সাহসের সঙ্গে প্রতিরোধ চালিয়ে যাচ্ছে। ‘

টেলিভেশন ভাষণে হাসান নাসরুল্লাহ আরও বলেন, ‘এমনকি ইসরাইলের বিশেষজ্ঞরাও অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্সের সৃষ্ট ক্ষতি স্বীকার করেছেন।

‘ছয় মাস যুদ্ধের পর, হিব্রু রাষ্ট্র একটি একক বিজয় অথবা একটি একক উদ্দেশ্য অর্জন করতে ব্যর্থ হয়েছে’ বলেও জানিয়েছেন তিনি।

Comments (০)
Add Comment