ইভিএমে ত্রুটি, কেন্দ্রে বিএনপির এজেন্টও পেলেন না ড. কামাল

0

ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে ভোট দিতে গিয়ে বিব্রতকর অবস্থায় পড়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ত্রুটি এবং কেন্দ্রে বিএনপির এজেন্ট না থাকার অভিযোগ করেছেন তিনি।

শনিবার সকাল ১০টার দিকে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে ভোট দিতে যান তিনি।

ভোট দেওয়ার পর সাংবাদিকদের জাতীয় ঐক্যফ্রন্ট নেতা বলেন, ইভিএমে যান্ত্রিক ত্রুটির কারণে ২০ মিনিট ধরে বারবার সমস্যা হচ্ছিল।

এ কেন্দ্রে ধানের শীষের এজেন্ট ঢুকতে দেওয়া হয়নি। বাইরে শত শত বহিরাগত নৌকার বেজ পরে মহড়া দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় ঐক্যফ্রন্টের দপ্তর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু, গণফোরামের যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ, অ্যাডভোকেট সেলিম আকবর প্রমুখ।

সকাল ৮টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। তবে ভোটার উপস্থিতি খুবই কম। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার বাড়বে বলে আশা করা হচ্ছে।

এবার ঢাকার দুই সিটিতে ভোটগ্রহণ হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএমে। যদিও ইভিএমে ভোটগ্রহণ নিয়ে বিএনপির আপত্তি ছিল।

কিছু কেন্দ্রে বিএনপির এজেন্টকে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। কয়েকটি কেন্দ্রে কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com