ভোটার উপস্থিতি দেখে মোটেই সন্তুষ্ট নন ড. কামাল
নির্বাচনে ভোটারের উপস্থিতি কম হওয়ায় পরিবেশ নিয়ে সন্তুষ্ট নন বলে জানিয়েছেন গণফোরামের সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেন। আজ শনিবার সকাল সোয়া ১০টার দিকে রাজধানীর বেইলি রোডে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজকেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সাংবাদিকেরা জানতে চান ভোটের পরিবেশে তিনি সন্তুষ্ট কি না। জবাবে কামাল হোসেন বলেন, উপস্থিতি দেখে তিনি মোটেই সন্তুষ্ট না। সকাল সাড়ে ১০টার মধ্যে এক শ’র মতো ভোট পড়েছে। যেখানে এই কেন্দ্রে মোট ভোটার প্রায় ২ হাজার ৬০০ এর মতো।
ড. কামাল অভিযোগ করেন, মানুষ আস্থা পাচ্ছে না। অথবা কোনো কারণে সেভাবে ভোট পড়ছে না। ভোট দিতে সময় বেশি লাগছে। তিনি বলেন, ভোট দিতে এত সময় লাগে। যেটা জটিল করে দিচ্ছে।
ভোটে জনগণের রায় প্রতিফলিত হবে কি না জানতে চাইলে ড. কামাল বলেন, সেটা রেজাল্ট দিলে বুঝবেন।
এর আগে সকাল সোয়া ১০টায় তিনি ভোটকেন্দ্রে ঢোকেন। ১০টা ২৫ মিনিটের দিকে তিনি ভোট দেন।