নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে জনসভায় দুই এমপি

 নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে নৌকা প্রতীকের নির্বাচনী জনসভায় যোগ দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের দুই সংসদ সদস্য। এদের একজন সংরক্ষিত মহিলা আসনের সাংসদ এবং অপর জন চাঁপাইনবাবগঞ্জ ১ আসনের সাংসদ।

শুক্রবার (২৭ জানুয়ারী) বিকেলে জেলা আওয়ামী লীগের আয়োজনে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে এই জনসভা অনুষ্ঠিত হয়।

জনসভায় চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. শামিল উদ্দিন আহমেদ শিমুল ও চাঁপাইনবাবগঞ্জের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসী নৌকার জনসভায় উপস্থিত ছিলেন, তবে জনসভায় উপস্থিত থাকলেও তাদের কেউই বক্তব্য দেননি। অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত তারা মঞ্চেই উপস্থিত ছিলেন।

Comments (০)
Add Comment