দেশে মোট জনগোষ্ঠীর ১৮ শতাংশ মানসিক সমস্যায় ভুগছে: স্বাস্থ্যমন্ত্রী

0

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশে মোট জনগোষ্ঠীর ১৮ শতাংশ অর্থাৎ প্রায় তিন কোটি মানুষ মানসিক সমস্যায় ভুগছেন।

মানসিক সমস্যায় আক্রান্তদের বড় একটি অংশই শিশু। আক্রান্তদের উন্নত চিকিৎসা জরুরি। মানসিক স্বাস্থ্যকে হালকাভাবে দেখার সুযোগ নেই।

বুধবার রাজধানীর একটি হোটেলে বিশ্ব মানসিক স্বাস্থ্য রিপোর্ট ও জাতীয় মানসিক স্বাস্থ্য কর্মকৌশল পরিকল্পনা ২০২০-৩০-এর অবহিতকরণ সভায় তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আরও বলেন, বিশ্বে মানসিক সমস্যায় বহুলোকের প্রাণহানি ঘটে। প্রতিবছর প্রায় ১০ লাখ মানুষের মৃত্যু হয়। বাংলাদেশের তিন কোটি মানুষ কোনো না কোনোভাবে মানসিক সমস্যায় ভুগছে। অন্য কোনো রোগে এমনটা হয় না। মানসিক সমস্যায় আক্রান্ত রোগীর বড় একটি অংশ শিশু।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com