নিজেকে অনেক লাকি মনে করি মুক্তি যুদ্ধের সময়ের গল্পে কাজ করতে পেরে: মিম

0

সুপার হিট সিনেমা ‘পরাণ’-এ অনন্যা চরিত্রে অভিনয় করে ঝড় তুলেছিলেন বিদ্যা সিনহা মিম। তাকে কেন্দ্র করেই সিনেমাটির গল্প এগিয়ে যায়। এতে অনন্যা চরিত্রে মিম এতটাই সাবলীল ছিলেন যে অনেক দর্শকের কাছে এটি বাস্তবই মনে হয়েছে। ফলে চরিত্রের নেতিবাচক অভিনয়ের জন্য রীতিমতো দর্শকের গালমন্দ শুনতে হয়েছে তাকে।

তবে ২৮ অক্টোবর মুক্তির অপেক্ষায় থাকা ‘দামাল’ সিনেমার হাসনা চরিত্রের জন্য এবার দর্শক তাকে তালি দেবেন বলে জানিয়েছেন ‘পরাণ’ তারকা। মিম জানান, ‘পরাণ’ এর অন্যান্যাকে দেখে যারা গালি দিয়েছেন, দামালের হাসনাকে দেখে তারা তালি দেবেন।

‘দামাল’ মুক্তি উপলক্ষে মঙ্গলবার (১১ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা সিটিতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে সিনেমাটিতে নিজের অভিনয় প্রসঙ্গে এই প্রত্যাশার কথা জানান মিম।

এই নায়িকা আরও বলেন, ‘দামালে খুব চ্যালেঞ্জিং চরিত্র করেছি। নিজেকে অনেক লাকি মনে করি মুক্তি যুদ্ধের সময়ের গল্পে কাজ করতে পেরে। এটি আমাদের গর্ব করার মতো একটা সিনেমা।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com