ভালোবাসা দিবসের নাটকে ব্যস্ত শিল্পী নির্মাতারা

0

সারা বছর নাটক নির্মাণের হিড়িক থাকলেও বিশেষ দিবসগুলোর নাটকের প্রতি নির্মাতা ও শিল্পীদের থাকে অন্য রকম আগ্রহ। প্রতিটি দিবসের দুই-এক মাস আগে থেকেই বিশেষ দিবসের জন্য শিল্পী ও নির্মাতারা প্রস্তুতি নিতে থাকে। আসছে ১৪ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। এ দিনটিতে প্রচারের জন্য নির্মাণাধীন নাটক নিয়ে তাই দারুণ ব্যস্ত সময় পার করছেন অভিনয় শিল্পীরা। ফেব্রুয়ারির ১২ তারিখ পর্যন্ত অনেক শিল্পী ভালোবাসা দিবসের নাটকের শুটিং নিয়ে ব্যস্ত থাকবেন বলে জানান। গেল দুই বছর টিভি নাটকের পাশাপাশি ভালোবাসা দিবসে বিভিন্ন ইউটিউব চ্যানেলেও নতুন নাটক থাকছে। ফলে শিল্পী-নির্মাতাদের ব্যস্ততা বেড়েছে দ্বিগুণ। এবার ভালোবাসা দিবস উপলক্ষে টেলিভিশন ও ইউটিউব দুইয়ে দেড় শতাধিক নাটক থাকছে।

ভালোবাসা দিবসে প্রথমবারের মতো একসঙ্গে দেখা যাবে সংগীতশিল্পী-অভিনেতা তাহসান ও পূর্ণিমাকে। তারা থাকছেন ‘ভালোবাসাবাসি’ শিরোনামের একটি নাটকে। এটি রচনা ও পরিচালনা করেছেন সাগর জাহান। এ নির্মাতা ভালোবাসা দিবসে মেহজাবিন ও অপূর্বকে নিয়ে থাকছে ‘ফিরে এসো রুবি’ শিরোনামের আরো একটি নাটক। নুসরাত ইমরোজ তিশাকে দেখা যাবে ‘আদা সমুদ্দুর’ শিরোনামর একটি নাটকে। রাজনীতি, প্রেম ও বিরহের আখ্যান নিয়ে তৈরি হয়েছে এ নাটকটি। এটি নির্মাণ করেছেন রাইসুল তমাল। ‘ভ্যালেন্টাইন ডে’তে নির্মাতা শিহাব শাহীনের তিনটি নাটক থাকছে। এর মধ্যে দুটির শুটিং শেষ করেছেন তিনি। নাটক দুটি হলো ‘অবুঝ দিনের গল্প-২’ ও ‘পথ বেঁধে দিলো’। দুটি নাটকে দেখা যাবে অপূর্ব, তানজিন তিশা ও মমকে। মাহতাব হোসেনের গল্পে দেখা যাবে দু’টি নাটক। এরমধ্যে একটি হলো কাজী সাইফের ‘কাশ্মীরি প্রেমিকা’। এতে অভিনয় করেছেন মনোজ ও ফারিয়া শাহরিন। অন্যটি হলো সরদার রোকনের ‘প্রিয় কবিতা’। এতে অভিনয় করেছেন সজল ও সালহা খানম নাদিয়া। নির্মাতা মাহিদুল মহিম ভালোবাসা দিবসের জন্য চারটি নাটকের কাজ শেষ করেছেন। নাটকগুলো হলো আফরান নিশো-মেহজাবিন অভিনীত ‘ফ্রেম’, অপূর্ব-তানজিন তিশার ‘মি.পরিবর্তনশীল’, ‘আফরান নিশো-মেহজাবিন অভিনীত ‘সাইড ইফেক্ট’ ও তাহসান-তানজিন তিশার ‘স্পর্শে তুমি’। জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে ভালোবাসা দিবেসে দেখা যাবে ‘মাটির ব্যাংকে ভালোবাসা’ শিরোনামের একটি নাটকে। এতে তার বিপরীতে থাকছেন স্নিগ্ধা মোমিন। এটিও নির্মাণ করেছেন সাগর জাহান। নির্মাতা অভ্র মাহমুদ ভালোবাসা দিবসের জন্য নির্মাণ করছেন ‘মিষ্টি একটা ভুল’ শিরোনামের একটি নাটক। এতে দেখা যাবে স্নিগ্ধা মোমিন ও শিপন মিত্রকে। ভালোবাসা দিবসের জন্য দুটি নাটক নির্মাণ করেছেন ওসমান মিরাজ। নাটক দুটির একটি হলো ‘মেকআপ গার্ল’। এ নাটকে দেখা যাবে তৌসিফ ও সাফা কবিরকে। অন্যটি হলো ‘ভিন্ন শহর’। এতে দেখা যাবে টয়া ও ইরফান সাজ্জাদকে। নির্মাতা মোস্তফা কামাল রাজের ‘আই হেড লাভ স্টোরি’ শিরোনামের একটি নাটক নিয়ে থাকছেন জোভান আহমেদ ও তানজিন তিশা। এদিকে এ দিবসটিতে আরো থাকবে মিজানুর রহমান আরিয়ান, মাবরুর রশিদ বান্নাসহ একাধিক নির্মাতার নাটক।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com