কাউকে তাড়ানোর আগে আমাকে তাড়াতে হবে, বললেন মমতা ব্যানার্জি
বুধবার দার্জিলিংয়ে এক সমাবেশে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) ও জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) ইস্যুতে এই কথা বলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, যতদিন না এনআরসি ও সিএএ প্রত্যাহার করা হচ্ছে, ততোক্ষণ আমাদের আন্দোলনও চলবে। এই সময়
মমতা বলেন, ‘আসামে এনআরসিতে বহু বাঙালি ও গোর্খাদের নাম বাদ দেয়া হয়েছে। এখন দার্জিলিংয়ে বিপদের দিন। কিন্তু সংশোধিত নাগরিকত্ব আইনের মাধ্যমে এরাজ্যে কিছুতেই কোনও গোর্খাকে বিতাড়িত হতে দেবো না। কোনও উপজাতির নাগরিককে বাংলা থেকে তাড়াতে দেবো না।
তিনি আরও বলেন, বাংলায় কোনও ডিটেনশন ক্যাম্প হবে না। পাহাড়ে সিএএ-এনআরসি-এনপিআর হবে না। কেউ ভয় পাবেন না। আমরা পাশে আছি। আপনারা দেশের নাগরিক। কে কাড়বে আপনাদের নাগরিকত্ব? কে নাগরিক আর কে নাগরিক নন, সেটা কি বিজেপি ঠিক করবে?
বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলেন, দেশের অর্থনীতির কী হাল! অন্ন-বস্ত্র-বাসস্থান দিতে পারছে না। ব্যাঙ্কে টাকা রাখলেও ভবিষ্যতে মিলবে কিনা জানা নেই। আগুন জ্বালানো, দাঙ্গা বাধানোই কাজ ওদের।