পাকিস্তানে ভয়াবহ বাস দুর্ঘটনা, নিহত ২৬

প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার দাইমার জেলায় গিলগিট-বাল্টিস্তানে বাবুসর পাসে এই দুর্ঘটনা ঘটে।

দেশটির পুলিশের বরাত দিয়ে জিও টিভির খবরে বলা হয়েছে, যাত্রীবাহী বাসটি স্কারডু থেকে রাওয়ালপিন্ডির দিকে যাচ্ছিল। পথিমধ্যে মোড় পরিবর্তন করার সময় পাহাড়ের সঙ্গে ধাক্কা লেগে যায়।

খালিজ টাইমসের খবরে বলা হয়, বাসটি নিয়ন্ত্রণ হারালে পাহাড়ের সঙ্গে ধাক্কা লাগে।

পুলিশের পক্ষ থেকে আরো বলা হয়েছে, দুর্ঘটনায় নিহত ২৬ জনের মধ্যে নারী ও শিশু রয়েছে। এছাড়া এতে আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Comments (০)
Add Comment