মানিকগঞ্জে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

মানিকগঞ্জ পৌরসভার কান্দাপৌলী এলাকায় কালীগঙ্গা নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহতরা হলো কান্দাপৌলী গ্রামের ইলেকট্রিক মালামাল ব্যবসায়ী আব্দুর রহমানের ছেলে মাসুম (৫) ও আমিনুল ইসলাম বিল্টুর ছেলে আবু বক্কর (৩)। শিশু দুটি সর্ম্পকে চাচাতে ভাই।  

পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির পাশের কালীগঙ্গা নদীর পাশে ওই দুই ভাই খেলতে গিয়ে পানিতে পড়ে  ডুবে যায়। পরে পরিবারের সদস্যরা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মানিকগঞ্জ পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Comments (০)
Add Comment