খালেদা জিয়াকে আন্দোলনের মাধ্যমে মুক্ত করতে হবে — আমীর খসরু

ডিএল ডেস্কঃ গণতন্ত্রের মা, অন্যায় কারাবন্দি, নিরপরাধ, বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের নির্বাচিত সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী  বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে রোববার, নভেম্বর ২৪, ২০১৯, দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপি আয়োজিত সমাবেশ বক্তব্য রাখেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য বৃন্দ। 

এতে বিএনপির স্থায়ীকমিটির সদস্য আমীর খসরু বলেন, ‘একটা কথা আছে, চোরের দশ দিন গৃহস্তের এক দিন। চোরের ১০ দিন শেষ হয়ে গেছে। এখন গৃহস্থের চোর ধরার সময় এসেছে। আপনারা চোর ধরতে পারবেন? চোর ধরে দেশকে মুক্ত করতে হবে। গণতন্ত্রকে মুক্ত করতে হবে।’

‘আওয়ামী লীগের এক নেতা বলেছেন, বিএনপির মুখ ছাড়া সব সরকারের নিয়ন্ত্রণে। একজন সরকারদলীয় সাধারণ সম্পাদকের মুখে এমন কথা মানায় না। সরকারের কাজ হলো জনগণের জানমাল, সম্পদ অধিকার রক্ষা করা, নিয়ন্ত্রণ করা না। কিন্তু তাঁরা সবকিছু নিয়ন্ত্রণ করতে চায়। কিন্তু টেন্ডারবাজি, চাঁদাবাজি, খুন, গুম ধর্ষণ কোনোকিছুই নিয়ন্ত্রণে নেই। দ্রব্যমূল্য হু হু করে বাড়ছে। কোনো কিছু তাদের নিয়ন্ত্রণে নেই’, যোগ করেন খসরু।

বিএনপির নেতা আমীর খসরু আরো বলেন, ‘যে দেশে আইনের শাসন নাই সেখানে খালেদা জিয়া আইনের মাধ্যমে মুক্ত হবে তা বিশ্বাস করার কারণ নাই। সারা বিশ্বে গণতন্ত্রের মহানায়কেরা যেভাবে মুক্ত হয়েছেন খালেদা জিয়াকেও সেভাবে আন্দোলনের মাধ্যমে মুক্ত করতে হবে।’

‘অবৈধ সরকার নিপাত যাক’  

‘খালেদা জিয়া মুক্তি পাক’

‘মুক্তি মুক্তি মুক্তি চাই, খালেদা জিয়ার মুক্তি চাই’ 

Comments (০)
Add Comment