খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাবন্দি থাকতে দিব না — আবদুল মঈন খান

ডিএল ডেস্কঃ গণতন্ত্রের মা, অন্যায় কারাবন্দি, নিরপরাধ, বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের নির্বাচিত সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী  বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে রোববার, নভেম্বর ২৪, ২০১৯, দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপি আয়োজিত সমাবেশ বক্তব্য রাখেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য বৃন্দ। 

এতে বিএনপির স্থায়ীকমিটির সদস্য আবদুল মঈন খান বলেন, খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাবন্দি করে রাখা হয়েছে।

যেখানে এসব মামলায় জামিন হয় সাত দিনে সেখানে খালেদা জিয়াকে আজ দীর্ঘ দিন আটকে রাখা হয়েছে। তাঁর জামিন হয় না।

‘খালেদা জিয়াকে তাঁর অধিকার জামিন থেকে বঞ্চিত করা হয়েছে। এর জবাবদিহি সরকারকে করতে হবে। এ সরকার চেয়েছিল খালেদা জিয়াকে বাহিরে রেখে নির্বাচন করতে। সেই জন্য তারা তাঁকে মিথ্যা মামলায় কারাবন্দি করে রেখেছে। আমরা তাঁকে মিথ্যা মামলায় কারাবন্দি থাকতে দেব না।’

মঈন খান আরো বলেন, এ সরকার খালেদা জিয়াকে তাঁর চিকিৎসার অধিকার থেকে বঞ্চিত করেছে। তাঁর চিকিৎসা ব্যহত করছে। তাঁকে সুচিকিৎসা দেওয়া হচ্ছে না। এসব কিছুর জন্য সরকারকে জবাবদিহি করতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করে আনার আহ্বান জানান তিনি।

‘অবৈধ সরকার নিপাত যাক’  

‘খালেদা জিয়া মুক্তি পাক’

‘মুক্তি মুক্তি মুক্তি চাই, খালেদা জিয়ার মুক্তি চাই’ 

Comments (০)
Add Comment