দিবারাত্রির টেস্টের খুঁটিনাটি: গোলাপি বলে বেশি উইকেট কার?

২২ নভেম্বর, ভারত-বাংলাদেশ ক্রিকেটের ঐতিহাসিক দিন। ওই দিন ইডেন গার্ডেন্সে প্রথমবার গোলাপি বলে দিবারাত্রির টেস্ট খেলতে নামবে দুই দল। আন্তর্জাতিক ক্রিকেটে এটি হতে যাচ্ছে ১২তম দিনরাতের ম্যাচ। এ নিয়ে ক্রিকেট দুনিয়ায় উত্তেজনার পারদ এখন তুঙ্গে। এর আগে জেনে নিন দিবারাত্রির টেস্টের কিছু খুঁটিনাটি বিষয়-

দিবারাত্রির টেস্টে সর্বোচ্চ উইকেটশিকারি

মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া)-৫টি দিবারাত্রির টেস্ট খেলে সংগ্রহ ২৬ উইকেট

জস হ্যাডেলউড (অস্ট্রেলিয়া)- ৪টি দিনরাতের টেস্টে শিকার ২১ উইকেট

ইয়াসির শাহ (পাকিস্তান)- ৩টি দিনরাতের ম্যাচে নিয়েছেন ১৮ উইকেট

ন্যাথান লায়ন (অস্ট্রেলিয়া)-৫টি দিবারাত্রির টেস্ট খেলে ঝুলিতে ভরেছেন ১৭ উইকেট

ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড)- ২টি দিনরাতের টেস্টে তুলেছেন ১৬ উইকেট

গোলাপি বলে সেরা বোলিং ফিগার

দিনরাতের টেস্ট ম্যাচে সেরা বোলিং ফিগার ৬২/১০।২০১৯ সালে ব্রিসবেনে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ইনিংসে মিলিয়ে ১০ উইকেট নেন অস্ট্রেলীয় পেসার প্যাট কামিন্স। গোলাপি বলের ক্রিকেট ইতিহাসে এক ম্যাচে এটাই এখন পর্যন্ত কোনও বোলারের সর্বোচ্চ উইকেট শিকারের নজির।

দিবারাত্রির টেস্টে বাকি সেরা বোলিং ফিগার

দেবেন্দ্র বিশু (ওয়েস্ট ইন্ডিজ)-২০১৬ সালে পাকিস্তানের বিপক্ষে দুই ইনিংসে ১৭৪ রান খরচ করে ১০ উইকেট শিকার করেন এ স্পিনার।

জেসন হোল্ডার (উইন্ডিজ)-২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে ৬০ রান খরচায় ৯ উইকেট নেন এ ক্যারিবিয়ান।

ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড)-২০১৮ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৯৯ রানে ৯ উইকেট সংগ্রহ করেন এ পেসার।

Comments (০)
Add Comment