শিগগিরই কারাবন্দি খালেদা জিয়ার সঙ্গে ঐক্যফ্রন্ট নেতাদের সাক্ষাৎ

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের জন্য গত ২১শে অক্টোবর স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে সবুজ সংকেত পেয়েছিল ঐক্যফ্রন্ট। ওইদিনই জোটের পক্ষ থেকে বলা হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন থাকা বিএনপি প্রধানের সঙ্গে খুব শিগগিরই দেখা করবেন তারা। কিন্তু এর মধ্যে প্রায় ২০ দিন কেটে গেলেও এখন পর্যন্ত কারা দেখা করবেন এই বিষয়ে কোনো তালিকা আইজি প্রিজন বরাবর দিতে পারেনি ঐক্যফ্রন্ট। গতমাসের শেষের দিকে বিএনপি মহাসচিবের দেশের বাইরে থাকা, ঐক্যফ্রন্ট শীর্ষ নেতা ড. কামাল হোসেন অসুস্থ থাকায় সাক্ষাতের দিনক্ষণ নিয়ে কিছুটা বিলম্ব হয়েছে বলে ঐক্যফ্রন্ট সূত্রে জানা গেছে। তবে খুব শিগগিরই খালেদা জিয়ার সঙ্গে দেখা করছেন নেতারা। সূত্র বলছে, ঐক্যফ্রন্টের পক্ষ থেকে কারা খালেদা জিয়ার সঙ্গে দেখা করবেন এই সিদ্ধান্ত নেয়া হবে আজ। এদিনই তালিকা পাঠানো হবে আইজি প্রিজন বরাবর। আগামী সপ্তাহের প্রথম দিকেই খালেদা জিয়ার সঙ্গে ঐক্যফ্রন্টের নেতারা সাক্ষাত করার কথা রয়েছে বলে জানা গেছে।

দুই বারে পাঁচজন করে দেখা করবেন তারা। আর প্রত্যেক টিমে বিএনপির একজন করে নেতা থাকবেন।

গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, বেগম খালেদা জিয়া হাসপাতালে যাওয়ার সময় হেঁটে গেছেন। আর এখন উনি হুইল চেয়ার ছাড়া চলাফেরা করতে পারেন না। উনার অবস্থা কেমন সেটা আমাদের দেখা দরকার। আমরা উনার আত্মীয় স্বজন না। আর উনার পার্টিরও লোক না। তবে আমি মনে করি উনার সঙ্গে আমাদের দেখা করা মানেই হচ্ছে জাতির দেখা করা। সর্বদলীয়ভাবে উনার সঙ্গে দেখা করার এখন খুবই গুরুত্বপূর্ণ। উনার সঙ্গে দেখা করাটা আমাদের নৈতিক দায়িত্ব। আশা করছি খুব দ্রুতই খালেদা জিয়ার সঙ্গে আমাদের দেখা হবে। এ বিষয়ে ঐক্যফ্রন্টের দপ্তর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু মানবজমিনকে বলেন, ম্যাডামের সঙ্গে কারা দেখা করবেন এই বিষয়ে কাল (আজ) বিকালের বৈঠকের পর চূড়ান্ত জানা যাবে। আশা করছি আগামী সপ্তাহের প্রথম দিকে উনার সঙ্গে ঐক্যফ্রন্ট নেতারা সাক্ষাত করতে পারবেন।

Comments (০)
Add Comment