ফরিদপুরে ১১ নভেম্বর থেকে বিনামূল্যে প্লাস্টিক সার্জারি ক্যাম্প

ফরিদপুর ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে আগামী ১১ নভেম্বর থেকে ফরিদপুর জেনারেল হাসাপাতালে ১০ দিনের বিনামূল্যে প্লাস্টিক সার্জারি ক্যাম্প অনুষ্ঠিত হবে। এ ক্যাম্প চলবে ২০ নভেম্বর পর্যন্ত। 

১০ দিনের এ ক্যাম্পে ঠোঁটকাটা, তালুকাটা, পোড়াজনিত জটিলতাসহ অন্যান্য সার্জারি করা হবে। সার্জারি করবেন হল্যান্ডের প্রখ্যাত সার্জন ডা. পি এইচ এম স্পাউয়েন ও বাংলাদেশের ডা. আবুল কালাম আহমেদসহ অভিজ্ঞ সার্জনরা। 

ফরিদপুর ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি শামীম হক জানান, ফরিদপুর জেলা স্বাস্থ্য বিভাগ ও বিএমএ ফরিদপুর শাখার সহযোগিতায় ১৫বারের মতো এ ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

আগ্রহীদের রেজিস্ট্রেশনের জন্য ০১৭২৬৯৬১১৭৬ এবং ০১৭৪০৯০২৬২৭ মোবাইল ফোন নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।

Comments (০)
Add Comment