রাগবির বিশ্বকাপ ফাইনাল আজ

বাংলাদেশে রাগবির জনপ্রিয়তা নেই। যদিও খেলাটির চর্চা শুরু হয়েছে সাম্প্রতিক বছরগুলোয়। এর মধ্যেই আজ শনিবার রাগবির বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে জাপানের টোকিওতে। এতে অংশ নেবে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।

১৯৮৭ সালে এ টুর্নামেন্ট প্রচলনের পর আজকের আগ পর্যন্ত আটটি ফাইনাল হয়েছে। এতে নিউজিল্যান্ড কাপটি জিতেছে তিনবার। দুবার করে জিতেছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। উত্তর গোলার্ধে একমাত্র বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড, যারা আজ দ্বিতীয় শিরোপার লক্ষ্যে বাংলাদেশ সময় বেলা তিনটায় খেলা শুরু করবে।

এই প্রথমবারের মতো এশিয়া রাগবি বিশ্বকাপ ফাইনাল আয়োজনের সুযোগ পায়। বাংলাদেশ রাগবি ইউনিয়ন ফেডারেশন এ উপলক্ষ্যে আজ সকালে এক র‌্যালির আয়োজন করবে।

Comments (০)
Add Comment