খোকার সুস্থতা কামনায় দোয়া মাহফিল রোববার

অবিভক্ত ঢাকার সাবেক মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

আগামী রোববার বেলা ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নীচতলায় এ দোয়া মাহফিল হবে।

ঢাকা মহানগর উত্তর বিএনপি এ অনুষ্ঠানের আয়োজন করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দোয়া মাহফিলে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

এতে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র সহসভাপতি মুন্সী বজলুল বাসিত আঞ্জু ও অনুষ্ঠান পরিচালনা করবেন সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসান।

ঢাকা মহানগর উত্তর বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীকে ওইদিন যথাসময়ে দোয়া মাহফিলে শরিক হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

প্রসঙ্গত গুরুতর অসুস্থ অবস্থায় ১৮ অক্টোবর সাদেক হোসেন খোকাকে হাসপাতালে ভর্তি করা হয়। ২৮ অক্টোবর তার স্বাস্থ্যের আরও অবনতি ঘটলে তাকে আইসিইউতে নেয়া হয়।

বর্তমানে তাকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনের মেমোরিয়াল স্লোয়ান ক্যাটারিং ক্যান্সার সেন্টারে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।

Comments (০)
Add Comment